shono
Advertisement

রাত নামলেই শহরে বাইক বাহিনীর তাণ্ডব, আতঙ্ক বনগাঁয়

প্রশ্নের মুখে পূুলিশের ভূুমিকা। The post রাত নামলেই শহরে বাইক বাহিনীর তাণ্ডব, আতঙ্ক বনগাঁয় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:53 AM Jun 10, 2019Updated: 09:53 AM Jun 10, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: নিঝুম রাতে ফাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে ১০-১৫টি বাইক। এক-একটি বাইকে সওয়ার তিন থেকে চারজন। আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ শহরে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: বনধে মিশ্র প্রভাব বসিরহাটে, ভ্যাবলায় রেল অবরোধ বিজেপি কর্মীদের]

ভোট মিটতেই শহরে নয়া উপদ্রব। রাতে বাইকবাহিনীর দাপটে ভয়ে সিঁটিয়ে আছেন বনগাঁ শহরের বাসিন্দারা। তাঁদের দাবি, রাত নামলেই বাইক নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছেন একদল যুবক। যখন যেখানে খুশি দাঁড়িয়ে পড়ে চিৎকার-চেঁচামিচি করছে তারা। এমনকী, বাদ যাচ্ছে না হাসপাতালও। ভয়ে রাতে জরুরি প্রয়োজনেও বাড়ির বাইরে বেরতে ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবকরা কোথা থেকে আসছে? কেনই বা আসছে? তা কেউ জানে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক চালালেও কারও মাথায়ই হেলমেট থাকে না। কেউ কেউ আবার স্রেফ একটি কালো হাফ প্যান্ট পড়ে থাকে। পাশ দিয়ে যাওয়ার সময়ে পথ-চলতি মানুষদের গালিগালাজ করে ওই অচেনা যুবকেরা। শুধু বনগাঁ পুর এলাকায়ই নয়, রাতে বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় শহর লাগোয়া চাঁদপাড়া বাজার ও গাইঘাটায়ও।

এদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বনগাঁর বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সব জেনেশুনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। আগের মতো রাতে আর শহরে পুলিশকর্মীদের টহল দিতেও দেখা যায় না। দিন কয়েক আগেই বনগাঁয় বাইক বাহিনী দাপট নিয়ে পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছিল তৃণমূল। এ রাজ্যের শাসকদলের দাবি, এলাকায় আতঙ্ক তৈরি করতে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বনগাঁ এসডিপিও অশেষবিক্রম দস্তিদার। তিনি জানিয়েছেন, শহরে আরও কড়া নজরদারি চালু করছে পুলিশ। খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কেউ শহরে ঢোকে, তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

[আরও পড়ুন: ‘আগে মনকে গেরুয়া করতে হবে’, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান আটকে দিলেন বাবুল]

The post রাত নামলেই শহরে বাইক বাহিনীর তাণ্ডব, আতঙ্ক বনগাঁয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement