shono
Advertisement

সিউড়িতে বাঘের আতঙ্ক! রাতভর মশাল নিয়ে গ্রাম পাহারা বাসিন্দাদের

সিউড়ি শহর লাগোয়া গরুইঝোড়া গ্রামে নাকি বাঘ বেরিয়েছিল! The post সিউড়িতে বাঘের আতঙ্ক! রাতভর মশাল নিয়ে গ্রাম পাহারা বাসিন্দাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 PM Sep 28, 2018Updated: 03:24 PM Sep 28, 2018

নন্দন দত্ত, সিউড়ি: বাঘের আতঙ্ক বীরভূমের সিউড়িতে৷ বৃহস্পতিবার রাতে শহর লাগোয়া গরুইঝোড়া এলাকা বাঘ দেখা গিয়েছে৷ অন্তত তেমনই দাবি গ্রামবাসীদের৷ রাতভর মশাল জ্বালিয়ে গ্রামে পাহারা দিয়েছেন তাঁরা৷ শুক্রবার সকালে হাটজনবাজারের গরুইঝোড়া গ্রামে পরিদর্শন করেছেন বন দপ্তরের কর্মীরা৷ বনকর্মীরা বেশ কয়েকটি পায়ে ছাপ দেখতে পেয়েছেন বলে খবর৷ তবে রাতে সত্যিই বাঘ বেরিয়েছিল কিনা, তা নিয়ে নিশ্চিত নয় বনদপ্তর৷

Advertisement

[ প্রকাশ্যে চায়ের দোকানে এক ব্যক্তিকে গলা কেটে খুন! আতঙ্ক জয়নগরে]

সিউড়ি থেকে সড়কপথে হাটজনবাজারের গরুইঝোড়া গ্রাম পেরিয়ে দুবরাজপুর যাওয়া যায়৷ সিউড়ি শহর থেকে গ্রামের দূরত্ব খুব বেশি নয়৷ বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে গল্প করছিলেন গ্রামবাসীরা৷ তাঁদের দাবি, আমচকাই জাকির খান নামে এক ব্যক্তি বাড়ি থেকে বিকট শব্দ শোন যায়৷ তাঁর স্ত্রী মেঘনা বিবি বাইরে বেরিয়ে দেখেন, উঠোনে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে পোষ্য ছাগলটি৷ জাকির হোসেনের প্রতিবেশী জয়নাল আবেদিন৷ তাঁর স্ত্রী আসমাতারা বিবি-র দাবি, তিনি নাকি বাড়ির পাশ দিয়ে বাঘের মতো একটি জন্তু চলে যেতে দেখেছেন৷ আতঙ্গ ছড়াতে সময় লাগেনি৷ বৃহস্পতিবার রাতভর গরুইঝোড় গ্রামে রীতিমতো মশাল হাতে পাহারা দিয়েছেন গ্রামবাসীরা৷

শুক্রবার সকালে সিউড়ি শহর লাগোয়া গরুইঝোড়া গ্রাম যান বনদপ্তরের কর্মীরা৷ গোটা গ্রামে চষে ফেলেন তাঁরা৷ সূত্রের খবর, গ্রাম কয়েকটি পায়ে ছাপ দেখতে পেয়েছেন বনকর্মীরা৷ তবে ওই পায়ের ছাপ বাঘের কিনা কিংবা রাতে আদৌও গ্রামে বাঘ দেখা গিয়েছিল কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি বনদপ্তর৷

ছবি: বাসুদেব ঘোষ

[প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবতীর ভুয়ো MMS ভাইরাল করল যুবক]

The post সিউড়িতে বাঘের আতঙ্ক! রাতভর মশাল নিয়ে গ্রাম পাহারা বাসিন্দাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement