shono
Advertisement

কার্যত চমকহীনভাবেই রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি

নাম নেই ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের, দেখুন পুর্ণাঙ্গ তালিকা। The post কার্যত চমকহীনভাবেই রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 06:57 PM Mar 26, 2019Updated: 01:32 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। এ দফার তালিকাতেও কার্যত বড় কোনও চমক নেই। বরং রয়েছেন কিছু অপেক্ষাকৃত অনামী নেতা। মূলত সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুনতৃণমূলের প্রতীক আঁকা টি-শার্ট গায়ে বিজেপির দেওয়াল লিখন, কে এই যুবক?]

তৃণমূল, সিপিএম এমনকী কংগ্রেসও রাজ্যের অধিকাংশ আসনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করে ফেলেছে। তাই চাপ বাড়ছিল গেরুয়া শিবিরের উপর। নিচুতলার কর্মীদের মধ্যেও বাড়ছিল অসন্তোষ। মঙ্গলবার দ্বিতীয় দফার তালিকা ঘোষণার পর সেই অসন্তোষ কিছুটা কমবে বলে মনে করছে গেরুয়া শিবির। প্রথম দফার মতো দ্বিতীয় দফার এই তালিকাতে সেই অর্থে বড় কোনও নাম নেই। তবে, তালিকায় ঠাঁই পেয়েছেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। স্থান পেয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন প্রাক্তন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত।রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরকেও মুর্শিদাবাদ থেকে প্রার্থী করেছে বিজেপি।

একনজরে বিজেপির প্রার্থীতালিকা:

বহরমপুর                  কৃষ্ণ জোয়ারদার আর্য

মুর্শিদাবাদ                 হুময়ুন কবীর

রানাঘাট                   ডঃ মুকুটমণি অধিকারী

বনগাঁ                       শান্তনু ঠাকুর

ডায়মন্ড হারবার       নীলাঞ্জন রায়

হাওড়া                      রন্তিদেব সেনগুপ্ত

উলুবেড়িয়া               জয় বন্দ্যোপাধ্যায়

কাঁথি                       ডঃ দেবাশিস সামন্ত

বাঁকুড়া                    ডঃ সুভাষ সরকার

বোলপুর                   রামপ্রসাদ দাস

প্রথম দফার তালিকা ঘোষণা হওয়ার পর অনেকাংশেই নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে প্রার্থী নিয়ে। কোথাও তৃণমূলত্যাগী প্রার্থী,আবার কোথাও বহিরাগত। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও করেছেন কর্মীরা। তাই এই দফার ক্ষেত্রে স্থানীয় এবং সাংগঠনিক নেতাদের উপরই বেশি জোর দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মহানায়িকার জন্মদিন নিয়ে ‘রাজনীতি’, মুনমুনকে কটাক্ষ বাবুলের]

এর আগে প্রার্থীতালিকা প্রকাশে দেরি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, “ওস্তাদের মার শেষ রাতে।” প্রার্থীতালিকায় বড় চমক অপেক্ষা করছে বলেও দাবি করেছিলেন তিনি।কিন্তু এখনও পর্যন্ত সে অর্থে কোনও বড় নাম এই তালিকায় পাওয়া গেল না। এমনকী সদ্য বিজেপিতে যোগ দেওয়া ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নামও নেই তালিকায়। তবে, এখনও ৩ আসনে প্রার্থী দেওয়া বাকি আছে গেরুয়া শিবিরের। আপাতত চোখ থাকবে সেদিকেই।

The post কার্যত চমকহীনভাবেই রাজ্যে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement