shono
Advertisement
Anant Maharaj

'উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিনেও খুঁজে পাওয়া যাচ্ছে না', বলছেন গেরুয়া সাংসদ অনন্ত মহারাজ

শীঘ্রই ওঁর সঙ্গে বসে আলোচনা করা হবে বলে জানিয়েছে কোচবিহার জেলা বিজেপি সভাপতি।
Published By: Subhankar PatraPosted: 10:27 AM Apr 13, 2025Updated: 10:30 AM Apr 13, 2025

স্টাফ রিপোর্টার, কোচবিহার: উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ)। সেখানেই থেমে না থেকে অনন্তর দাবি, তিনি গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন।

Advertisement

উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের অন্যতম 'চাবিকাঠি' অনন্ত মহারাজের এই মন্তব্যের ফলে কার্যত চরম বিপাকে দলীয় নেতৃত্ব। তবে শুধু বিজেপি নয়, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নাম 'ব্যবহার' ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত মহারাজ। একই নামে বংশীবদন বর্মন-সহ কয়েকজন গ্রেটার নেতা সংগঠন চালাচ্ছেন বলে তাঁর অভিযোগ। তাঁদের হুঁশিয়ারি দিয়ে এবার অনন্ত মহারাজ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায় বলেন, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশন তাঁর কাছে রয়েছে এবং তিনি তার চেয়ারম্যান। ট্রাস্ট হিসাবে সেটা রেজিস্ট্রেশন করানো হয়েছে। অথচ বংশীবদন বর্মন-সহ কয়েকজন বিভিন্ন জায়গায় এই নাম ব্যবহার করে টাকা তুলছেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন। অনুষ্ঠান করার সবার অধিকার রয়েছে। তবে এই নাম তাঁরা ব্যবহার করতে পারে না। এই বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ওই বৈঠকেই উত্তরবঙ্গে বিজেপির অবস্থান প্রসঙ্গে অনন্ত মহারাজ বলেন, বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করে, তিনি গুরুত্বহীন। তাই তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি রাজ্যসভা সাংসদ অথচ কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হচ্ছে না। উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। তাঁর হুঁশিয়ারি, এই পরিস্থিতি থাকলে আগামী বিধানসভা নির্বাচনে ফল ভুগতে হবে দলকে। শুধু তাই নয়, পৃথক রাজ্য নিয়ে বিজেপিশাসিত কেন্দ্র সরকার 'ধরি জল না ছুঁই পানির' পদ্ধতি নিতে চাইছে বলেও তিনি এদিন অভিযোগ করেছেন।

যদিও অনন্ত মহারাজের সংগঠন নিয়ে মন্তব্যকে কটাক্ষ করে গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, অনন্ত মহারাজ এখন বিজেপির সাংসদ। কাজেই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নিয়ে তাঁর বলার কোনও অধিকার নেই। ২০২৪ সালের একটি রেজিস্ট্রেশন তিনি দেখাচ্ছেন, অথচ এই নামের সংগঠন তাঁরা দু'দশকেরও বেশি সময় ধরে করে আসছেন। বিজেপির সমালোচনা প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন, অনন্ত মহারাজ দলের সাংসদ। তিনি কী বলেছেন সেটা জানা নেই। তবে তাঁর গুরুত্ব নিশ্চয়ই রয়েছে। শীঘ্রই ওঁর সঙ্গে বসে আলোচনা করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।
  • বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ)।
  • সেখানেই থেমে না থেকে অনন্তর দাবি, তিনি গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন।
Advertisement