shono
Advertisement

Breaking News

রথযাত্রার প্রস্তুতি ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতিকে মারধর

মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এক দলীয় নেত্রীর, দেখুন ভিডিও৷ The post রথযাত্রার প্রস্তুতি ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতিকে মারধর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 AM Nov 15, 2018Updated: 11:16 AM Nov 15, 2018

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: ‘গণতন্ত্র’ বাঁচানোর নামে রথযাত্রার প্রস্তুতিকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব৷ শুধু গোষ্ঠীদ্বন্দ্বই নয়, খোদ জেলা সভাপতিকে মারধর, পার্টি অফিস ভাঙচুর ও মহিলা নেত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির দুই গোষ্ঠীর বিরুদ্ধে৷

Advertisement

[রোগীর আত্মীয়দের মাদক মেশানো চা খাইয়ে সর্বস্ব লুট বর্ধমান মেডিক্যালে]

জানা গিয়েছে, রথযাত্রার প্রস্তুতি উপলক্ষে তেহট্ট শহরের একটি লজ ভাড়া নিয়ে নেতা-কর্মীদের নিয়ে একটি বৈঠক ডাকেন বিজেপি জেলা নেতৃত্ব৷ অভিযোগ সভা শুরু হতে না হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ দুই মণ্ডল সভাপতির পদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন নিচু তলার কর্মী-সমর্থকরা৷ পরে বিজেপির জেলা সভাপতির উপর চড়াও হন তাঁরা৷ নিজের দলের নেতা-কর্মীদের মারে জখম হন জেলা সভাপতি৷ এরপরই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়৷ একে অপরের দিকে চেয়ার ছোঁড়াছুঁড়ি করতে থাকেন৷ ঘটনায় বেশ কয়েকজন জখম হন৷ শুরু হয় পোশাক ছেঁড়ার পালা৷ একে অপরের পোশাক ধরে টানাহেঁচড়া করতে শুরু করেন৷ হাতাহাতির মধ্যেই পড়ে গিয়ে এক বিজেপি নেত্রী মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়৷ পরে, গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়৷

[প্রথম স্ত্রীর ভরণপোষণ নিয়ে অশান্তি, দ্বিতীয় স্ত্রীকে খুন যুবকের  ]

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে৷ আট ও ন’নম্বর মণ্ডল সভাপতি মলয় মণ্ডল ও জয়ন্ত বিশ্বাসকে সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হন দলের একাংশ৷ এই নিয়ে জেলা সভাপতির সঙ্গে কথা বলতে চাইলেও তিনি তা বলেননি বলে অভিযোগ৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়ন্ত বিশ্বাসের বক্তব্য, ‘‘আমাকে ফোনে জেলা সভাপতি মহাদেব সরকার জানান, ওই এলাকায় সুজিত পালকে সভাপতি করা হয়েছে। এমনকি আট নম্বরের সভাপতি মলয় মণ্ডলকেও বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে কোনও চিঠি দেওয়া হয়নি। কর্মীরা এ নিয়ে সভাপতির সঙ্গে কথা বলতে চেয়েছিল। কিন্তু, তিনি কোনও কথাই শোনেননি। আর তার জেরেই কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভ দেখান৷’’ এদিনের এই অশান্তি প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকার বলেন, ‘‘তৃণমূলের লোকজন রথযাত্রা অনুষ্ঠানকে বানচাল করতে এদিন এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’’

The post রথযাত্রার প্রস্তুতি ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতিকে মারধর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement