shono
Advertisement

‘পাকিস্তানের মতো ভারতে ফতোয়া চলে না’, নুসরতের পাশে বিজেপি সাংসদ দেবশ্রী

একই ইস্যুতে নুসরতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রাচীও৷ The post ‘পাকিস্তানের মতো ভারতে ফতোয়া চলে না’, নুসরতের পাশে বিজেপি সাংসদ দেবশ্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Jun 29, 2019Updated: 09:21 PM Jun 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও প্রতিপক্ষের পাশে দাঁড়ালেন তাঁরা৷ সাধ্বী প্রাচীর পর ফতোয়া ইস্যুতে এবার নুসরত জাহানের পাশে দাঁড়ালেন এরাজ্যের এক মহিলা বিজেপি সাংসদ৷ বসিরহাটের তৃণমূল সাংসদকে সমর্থন করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ স্পষ্ট ভাষায় জানালেন, ‘‘এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ৷ এখানে কোনও ফতোয়া চলে না৷’’

Advertisement

[ আরও পড়ুন: জেলায় জেলায় বিক্ষোভ, এবার কাটমানি হুলে বিদ্ধ বিধানসভার ডেপুটি স্পিকার ]

ফতোয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী৷ তিনি জানান, ‘‘নিজের ধর্ম উল্লেখ করে, আত্মপরিচয় দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার৷ সেই বিষয়ে ফতোয়া জারি করা অন্যায়৷’’ কেবল রায়গঞ্জের সাংসদই নন, একই ইস্যুতে নুসরতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রাচীও৷ তিনি বলেন, ‘‘এটা ভাল বিষয়৷ নুসরতের মতো একজন মহিলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন৷ এটা তাঁর ভবিষ্যতকে নিরাপদ করবে৷ তিনি বুঝতে পেরেছেন যে, হিন্দু ধর্মে মহিলাদের সম্মান দেওয়া হয়৷’’

প্রসঙ্গত, সদ্য বিবাহ সেরে বেগুনিপাড় সাদা শাড়ি, হাতে চূড়া, সিঁথিতে সিঁদুর পরে চলতি সপ্তাহেই সপ্তদশ লোকসভায় শপথ নিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ৷ নাম বলেছেন, নুসরত জাহান রুহি জৈন৷ আর এ নিয়েই উগ্রবাদীরা নিশানা করেছে টলিউডের এই অভিনেত্রীকে৷ সংসদ ভবনে সকলের নজর কাড়লেও, মুসলিম মেয়ে হয়ে সিঁদুর পরার মতো হিন্দুরীতিকে একাত্ম করার অভিযোগে, নুসরতকে টার্গেট করে একদল মৌলবী৷ বসিরহাটের সাংসদের বিরুদ্ধে ফতোয়া জারি করে মুফতি আসাদ ওয়াসিম নামে এক মৌলবী৷ বলেন, ‘‘আমরা তদন্ত করে দেখেছি, নুসরত এক জৈনকে বিয়ে করেছেন৷ কিন্তু ইসলাম মতে, একজন মুসলিম মেয়ে শুধু মুসলিম ছেলেকেই বিয়ে করতে পারে৷ দ্বিতীয়ত, কে বলেছে নুসরত একজন অভিনেত্রী বলে ধর্ম মানবেন না? তাঁরা কী করছেন না করছেন, সে বিষয়ে তাঁদের অবশ্যই খেয়াল রাখা উচিত৷ ও তো সংসদে গিয়েছে মঙ্গলসূত্র, সিঁদুর পরে৷ আমরা ওকে নিয়ে চর্চা করতে চাই না৷ শুধু বলতে চাইছি যে শরিয়তি আইন এর বিপক্ষে৷’’ আরেক মৌলবী কারির কথায়, ‘‘এরা সব বেলাগাম৷ দেশে আগুন জ্বালাতে চাইছে৷ ওদের কোনও ধর্ম সম্পর্কে কোনও ধারণা নেই৷ ইসলাম শান্তি, সম্প্রীতির কথা বলে৷ কিন্তু এবার সেসবের কিচ্ছু জানে না৷’’

[ আরও পড়ুন: ছোটদের আবদারের জয়, স্কুলের কদমগাছ কাটার সিদ্ধান্ত থেকে পিছু হঠল প্রশাসন ]

The post ‘পাকিস্তানের মতো ভারতে ফতোয়া চলে না’, নুসরতের পাশে বিজেপি সাংসদ দেবশ্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement