ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: দীর্ঘদিন বন্ধ থাকাহাসপাতাল পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি পেশকে কেন্দ্র করে উত্তপ্ত গোবরডাঙা পুরসভা চত্বর। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে পুরসভা চত্বরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তাঁদের আটকাতে গেলে প্রথমে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৩০ জন বিজেপি কর্মী।
[আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত এক শিশু, উত্তপ্ত কোতয়ালিতে জখম আরও ৩]
জানা গিয়েছে, প্রায় ৫ বছর ধরে বন্ধ রয়েছে গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল। একাধিকবার হাসপাতালটি চালু করার দাবি জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু তাতে কার্যত কোনও ফল হয়নি বলে অভিযোগ। এরপর গত সাতদিন ধরে হাসপাতাল চালুর দাবি জানিয়ে অনশন করেন বিজেপি কর্মীরা। তাঁদের পরিকল্পনা ছিল, শনিবার গোবরডাঙা পুরসভায় স্মারকলিপি পেশ করবেন। সেই মতোই এদিন দুপুরে স্মারকলিপি জমা দিয়ে গোবরডাঙা পুরসভায় যান বিজেপি কর্মীরা।
সূত্রের খবর, অশান্তি হতে পারে অনুমান করে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। পুরসভায় প্রবেশের তিনটি রাস্তায় সকাল থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল। বেলা এগারোটা নাগাদ ওই এলাকায় জমায়েত করেন বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর একটি পথ ধরে পুরসভার দিকে মিছিল করে এগোতে থাকে প্রায় পাঁচশো কর্মী-সমর্থক। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয়। তখন অন্য দুটি পথ ধরে তখন বিজেপির বহু কর্মী এগোচ্ছিল পুরসভার দিকে। অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙেই ঢোকার চেষ্টা করছিল তাঁরা। পুলিশ বাধা দিলে তাঁদের লক্ষ্য করে বিজেপির কর্মী-সমর্থকরা ইট ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: নবদ্বীপে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি, পথ অবরোধ বিজেপির]
পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠির আঘাতে তাঁদের প্রায় ৩০ জন কর্মী জখম হয়েছেন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে। তবে ঘটনাস্থলে কোনও মহিলা পুলিশ কর্মী ছিলেন না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত এলাকা।
দেখুন ভিডিও:
The post স্মারকলিপি পেশ ঘিরে পুলিশি বাধার মুখে বিজেপি, রণক্ষেত্র গোবরডাঙা পুরসভা চত্বর appeared first on Sangbad Pratidin.
