রাহুল চক্রবর্তী: ফের তৃণমূল-বিজেপি সংঘাত রাজ্যে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিরাটির সিদ্ধেশ্বরী বাজারে। প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করে আক্রান্ত বিজেপি কর্মীরা। জখম দুই বিজেপি কর্মী অচিন্ত্য দাস ও রাজদীপ করকে স্থানীয় উত্তর দমদম পুর হাসপাতালে ভরতি করা হয়। জানা গিয়েছে, তাঁরা আগে তৃণমূল করতেন। এখন তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।
[আরও পড়ুন: সাতসকালে বিস্ফোরণ, ভেঙে পড়ল তৃণমূল নেতার বাড়ি]
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ সিদ্ধেশ্বরী বাজারে সদস্যতা অভিযান শেষ করে কয়েকজন বিজেপি কর্মী দাঁড়িয়ে গল্প করছিলেন। অভিযোগ, সেইসময় উত্তর দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেলী হালদার ও তাঁর স্বামী স্বপন হালদারের নেতৃত্বে একদল দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর হামলা করে এবং তাঁদের মারধর করে। আক্রান্ত কর্মীরা জানিয়েছেন, মদের বোতল ও টিউব লাইট দিয়ে তাঁদের উপর চড়াও হয়। জখম হন দুই বিজেপি কর্মী অচিন্ত্য দাস ও রাজদীপ কর।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম আইজি রাজীব মিশ্রের, কটাক্ষ সাংসদ অর্জুন সিংয়ের]
এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাত সাড়ে এগারোটা নাগাদ নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। থানায় এফআইআর দায়ের করে বিজেপি। ঘটনার বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর শেলী হালদার কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর স্বামী স্বপন হালদার জানিয়েছেন, ‘যদি কারও বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে পুলিশের কাছে যেতেই পারেন যে কেউ। কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে অভিযোগ ভিত্তিহীন।’ বিজেপি নেতা মণিশংকর পাল জানিয়েছেন, ‘আক্রান্তরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই আক্রমণ। দল এর উচিত পদক্ষেপ নেবে।’ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
The post বিরাটিতে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামী appeared first on Sangbad Pratidin.
