Advertisement
আম্বানিদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মুখোমুখি শাহিদ-করিনা! একগাড়িতে এলেন অভিষেক-ঐশ্বর্যও
ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেলেবদের চাঁদের হাট। দেখুন অ্যালবাম।
ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান মানেই বলিউডের সেলেব মা-বাবাদের চাঁদের হাট। প্রতিবারের মতো এবারেও তার অন্যথা হয়নি। খান-কাপুর থেকে বচ্চন পরিবার এসেছিলেন বাচ্চাদের পারফরম্যান্স দেখতে। কে কে ছিলেন সেই তালিকায়? দেখুন।
ডিভোর্স জল্পনায় জল ঢেলে মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে এলেন ঐশ্বর্য-অভিষেক। শুধু তাই নয়, দীর্ঘদিন বাদে ছেলে-বউমাকে নিয়ে এক গাড়িতে কোনও অনুষ্ঠানে পৌঁছলেন অমিতাভ বচ্চন। নজর কাড়ল অভিষেকের হেয়ার স্টাইল আর ঐশ্বর্যর লুক।
বলিপাড়ার সেলেব ফটোগ্রাফার ডাব্বু রতনানিকেও দেখা গেল সস্ত্রীক। ফারহা খান অবশ্য তিন সন্তানের স্কুলের অনুষ্ঠান দেখতে একাই হাজির হয়েছিলেন।
মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাব্রামের স্কুলের বার্ষিক অনুষ্ঠান উপভোগ করতে এলেন গৌরী খান। পরনে সালোয়ার আর ক্যামেরার সামনে মুখে হাসি নিয়ে মন জয় করলেন বাদশাপত্নী।
তবে আলাদা গাড়িতে এলেন শাহরুখ খান। পরনে কালো শার্ট-প্যান্ট আর রং মিলান্তি বিনি ক্যাপে উত্তেজনার পারদ চড়ালেন কিং। পাপারাজ্জিরা বলছেন, মেজাজটাই তো রাজা।
কার্তিক আরিয়ানের অনুষ্ঠান আর ধর্মার নতুন কোল্যাব সামলে ছেলেমেয়ে যশ-রুহির স্কুলের অনুষ্ঠানে হাজির করণ জোহর। পরনে কালো-বাদামি শেডের ব্লেজার। আর চোখে রোদচশমা। করণের সঙ্গে দেখা গেল করিনা কাপুর খান এবং করিশ্মাকে।
Published By: Sandipta BhanjaPosted: 09:37 PM Dec 18, 2025Updated: 09:37 PM Dec 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
