নন্দন দত্ত, বীরভূম: বীরভূমের (Birbhum) দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু। জঙ্গল থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্তে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বীরভূমের দুবরাজপুর থানার পছিয়াড়ার জঙ্গলে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে, বীরভূমের দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মৃত শেখ সাফিরুল। পরিবারের লোকের দাবি, শেখ সাফিরুলকে খুন করা হয়েছে। কারণ, তাঁর দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে রয়েছে রক্তের দাগ। দুই হাতে আছে ছ্যাঁকার দাগ।
[আরও পড়ুন: জাতপাত তুলে লাগাতার গালমন্দ! পুলিশের দ্বারস্থ বিদ্য়াসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার]
এদিন হাসপাতালে যান দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপুরপ্রধান মির্জা সৌকত আলি ও কাউন্সিলর সাগর কুণ্ডু। সকলেই আশ্বাস দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। তবে এটা খুন না আত্মহত্যা, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।
