shono
Advertisement
Duttapukur

মেলেনি মুণ্ড! নিখোঁজ ডায়েরির সূত্র ধরেই মিলল দত্তপুকুরের অর্ধদগ্ধ নগ্ন যুবকের পরিচয়

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকেও।
Published By: Biswadip DeyPosted: 11:13 PM Feb 05, 2025Updated: 11:13 PM Feb 05, 2025

অর্ণব দাস, বারাসত: অবশেষে শনাক্ত হল দত্তপুকুরের চাষের জমিতে উদ্ধার মুণ্ডহীন যুবকের দেহ। তেমনটাই জানাচ্ছে সূত্র। পুলিশ এই নিয়ে মুখ না খুললেও সূত্রের দাবি, মৃতের নাম হজরত লস্কর। বয়স ৩০। কেবল মৃতদেহ শনাক্ত করাই নয়, বারাসত থেকে একজনকে গ্রেপ্তারও করেছেন তদন্তকারীরা। ধৃতের নাম ওবায়দুল মণ্ডল বলেই দাবি সূত্রের। তাঁর বয়স ৩১।

Advertisement

বুধবার গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি হওয়ার পরই পরিবারকে ডেকে নিহতের হাতের 'ট্যাটু' দেখিয়ে হাত-পা বাঁধা অর্ধদগ্ধ নগ্ন যুবকের দেহ শনাক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ও গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুজনই গাইঘাটা থানার আংঙুল কাটা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, এদিনই মৃতের পরিবারের তরফে গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরিতে জানানো হয়, গত ২ তারিখ বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন হজরত। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। এরপরই বারাসত পুলিশ বারাসতের মর্গে নিয়ে আসে ওই পরিবারকে। সেখানেই নিহতের বাঁ হাতের 'দুটি হার্ট' ও ইংরেজি 'আর' অক্ষর ট্যাটু দেখে পরিবার পরিচয় নিশ্চিত করে।

তখনই নিহতের পরিবারের থেকে সন্দেহভাজন হিসাবে ওবায়দুলের নাম জানতে পারেন তদন্তকারীরা। দ্রুত প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দমদম থেকে ট্রেনে করে বারাসত আসছেন অভিযুক্ত। সেইমতো বিকেলের পর বারাসত রেল স্টেশনে পৌঁছে ওবায়দুলকে আটক করে দত্তপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট মালিয়াকুর ও জাগুলিয়ার বাজিতপুরের মধ্যবর্তী চাষের জমিতে ওই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সোমবার সকালে। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করলেও দু’দিনে ওই কাটা মুণ্ড উদ্ধার করতে পারেনি। শেষমেশ নিখোঁজ ডায়েরির সূত্র ধরেই হাতের ট্যাটু দেখিয়ে নিহতের পরিচয় জানা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে শনাক্ত হল দত্তপুকুরের চাষের জমিতে উদ্ধার মুণ্ডহীন যুবকের দেহ। তেমনটাই জানাচ্ছে সূত্র।
  • পুলিশ এই নিয়ে মুখ না খুললেও সূত্রের দাবি, মৃতের নাম হজরত লস্কর। বয়স ৩০।
  • কেবল মৃতদেহ শনাক্ত করাই নয়, বারাসত থেকে একজনকে গ্রেপ্তারও করেছেন তদন্তকারীরা। ধৃতের নাম ওবায়দুল মণ্ডল বলেই দাবি সূত্রের। তাঁর বয়স ৩১।
Advertisement