সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার ট্রলিতে ভরা যুবকের দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেহটি কার? ঘটনায় কাদের যোগ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে হাওড়া-মেচেদাগামী শেষ ট্রেনটি মেচেদা স্টেশনে ঢোকার পর সেটিকে কারশেডে পাঠানো হয়। সকালে সাফাইকর্মীরা ট্রেনটি পরিষ্কার করতে গেলে তাঁদের নজরে পড়ে একটি ট্রলি। কৌতুহলবশত সেটি খুলতেই আঁতকে ওঠেন সাফাইকর্মীরা। বেরিয়ে আসে এক ব্যক্তির দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপি ও স্থানীয় থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক মহকুমা হাসপাতালে পাঠায়।
[আরও পড়ুন: আমন্ত্রণপত্রে বদলে গেল জেলা নেতাদের পদ! পিকের বৈঠক নিয়ে তোলপাড় তৃণমূলে]
পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহটি বছর ৩৫-এর এক যুবকের। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, অন্য কোথাও খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহটি ট্রলিতে ভরে ট্রেনে ফেলে গিয়েছে অভিযুক্তরা। তদন্ত শুরু হয়েছে। অবিলম্বেই রহস্যভেদ হবে বলেই দাবি তদন্তকারীদের।
[আরও পড়ুন: জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিজের গড় আসানসোলেই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে বাবুল]
The post লোকাল ট্রেন থেকে উদ্ধার ট্রলিতে ভরা যুবকের দেহ, চাঞ্চল্য মেচেদায় appeared first on Sangbad Pratidin.
