shono
Advertisement

‘কাটমানি’ ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর, চলল বোমা-গুলি

আতঙ্কিত স্থানীয়রা৷ The post ‘কাটমানি’ ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর, চলল বোমা-গুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:32 AM Jun 23, 2019Updated: 11:35 AM Jun 23, 2019

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: কাটমানি ফেরত চাওয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বীরভূমের নানুর। রবিবার সকালে মধ্যক্ষরা গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা চলে বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।

Advertisement

[আরও পড়ুন: মল্লিকপুরে শুটআউট, রেল অবরোধে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল]

দলের জনপ্রতিনিধিদের ‘কাটমানি’ নেওয়ার প্রবণতা রুখতে কড়া বার্তা দিয়েছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, তৃণমূলের কেউ যদি ‘কাটমানি’ নিয়ে থাকেন, তাহলে টাকার ফেরতেরও নির্দেশ দিয়েছেন তিনি। আর এরপরই ‘কাটমানি’ ফেরতের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। জানা গিয়েছে, রবিবার সকালে ‘কাটমানি’ ফেরতের দাবিতে নানুরের পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিল বিজেপি। কিন্তু, তার আগে সাতসকালে পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যক্ষরা গ্রামে পরিস্থিতি তেতে ওঠে। শুরু হয় বোমাবাজি, চলে গুলি। বিজেপির অভিযোগ, মধ্যক্ষরা দলের কর্মী প্রশান্ত মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর রাস্তাতেও বোমা পড়েছিল। খবর দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে এসেছে। এদিকে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দিন কয়েক আগে ‘কাটমানি’ চাওয়াকে কেন্দ্র করে বোমা ও গুলি চলেছিল বীরভূমেরই দুবরাজপুরে। গুলিবিদ্ধ হয়েছিলেন মহিলা-সহ ৫ জন গ্রামবাসী। তাঁদের দাবি, একশো দিনের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান ও সদস্য। ঘটনার দিন পঞ্চায়েত প্রধানের বাড়িতে টাকা চাইলে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

[ আরও পড়ুন: পুকুর না কেটেই দেড় কোটি টাকা গায়েব! কাঠগড়ায় উদ্যান পালন দপ্তর]

The post ‘কাটমানি’ ফেরত চাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর, চলল বোমা-গুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement