shono
Advertisement

রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য

তদন্তের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের৷ The post রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Jul 04, 2018Updated: 09:28 AM Jul 04, 2018

সৌরভ মাজি, বর্ধমান: লোগোটি তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ লোগোটির মালিকানা কার?  তা নিয়ে একসময়ে বিস্তর জলঘোলা হয়েছিল৷ কিন্তু, ‘বিশ্ববাংলা’ লোগোটি যে রাজ্য সরকারেরই, তা নিয়ে এখন আর কোনও সংশয় নেই৷ অথচ সেই লোগোর উপর বেসরকারি সংস্থার স্টিকার লাগিয়ে রাস্তা ধারে ঢেলে বিক্রি হচ্ছে স্কুলব্যাগ! সরকারি প্রকল্পে ওই ব্যাগগুলি দেওয়া হয়েছিল পড়ুয়াদের৷ স্থানীয়দের সন্দেহ হয়৷ স্টিকার সরাতেই বেরিয়ে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা লোগো। চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের লক্ষ্মীপুরে৷ ৭০টি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ৷ তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর৷

Advertisement

[বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেনে অবৈধ সিট বুকিং রুখতে তৎপর প্রশাসন]

ঘটনা কি ঠিক?  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ধমান শহরের লক্ষ্মীপুরে জলট্যাঙ্কির কাছে ব্যাগ বিক্রি করছিলেন কৈলাশ দাস নামে ব্যক্তি৷ রাস্তার ধারে সাজানো ছিল ব্যাগগুলি৷ কিন্তু, ব্যাগের রঙ ও আকার দেখে সন্দেহ হয় তাঁদের৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি প্রকল্পের সাধারণত বিশেষ রঙের ব্যাগ দেওয়া হয় পড়ুয়াদের৷ নীল রঙের সেই ব্যাগ খোলা বাজারে পাওয়া যায় না৷ অথচ তেমনই ব্যাগ বিক্রি হচ্ছিল৷ এই ব্যাগ তিনি কোথা পেলেন?  সদুত্তর দিতে পারেননি ব্যাগ বিক্রেতা৷ স্থানীয় বাসিন্দারা যথন ব্যাগের উপরের বেসরকারি সংস্থার স্টিকারটি সরান, তখনই চোখে পড়ে বিশ্ববাংলার লোগো ও অশোকস্তম্ভ৷

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লক্ষ্মীপুরে চলে আসেন বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম খান৷ তিনিই বর্ধমান থানায় খবর দেন৷ খবর পৌঁছয় স্কুল শিক্ষা দপ্তরেও৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যাগ বিক্রেতা কৈলাশ দাস জানিয়েছেন, আগে জামা-কাপড় ফেরি করতেন তিনি৷ সম্প্রতি তাঁকে ওই ব্যাগগুলি দিয়ে ১৫০ টাকায় মজুরিতে বিক্রি করতে বলেছিল মুকেশ রাউত নামে এক ব্যক্তি৷ সরকারি লোগোর বিষয়ে কিছুই জানেন না৷ ওই ব্যাগ বিক্রেতার কাছ থেকে ৭০টি ব্যাগ উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর৷

ছবি: মুকলেশুর রহমান

[আদ্রা ডিভিশনের অতন্দ্র প্রহরী, ‘বেতন’ বাড়ল উইলিয়াম-টাইটানদের]

The post রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিশ্ববাংলার লোগো লাগানো ব্যাগ, বর্ধমান শহরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement