shono
Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে দিঘাগামী বাস, আহত ৩০ পর্যটক

বাসের চালক ও খালাসি পলাতক।  The post নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে দিঘাগামী বাস, আহত ৩০ পর্যটক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:34 AM Jun 24, 2019Updated: 11:59 AM Jun 24, 2019

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সপ্তাহের শুরুতেই বাস দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের মরিশদা এলাকায়। জানা গিয়েছে, যাত্রীবাহি বাসটি নয়ানজুলিতে উলটে যাওয়ায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার পর থেকেই পলাতক বাসটির চালক ও খালাসি। 

Advertisement

[আরও পড়ুন: ভারী বৃষ্টির আভাস নেই, আপাতত ইলশেগুঁড়িই ভরসা দক্ষিণবঙ্গের]

জানা গিয়েছে, সোমবার ভোরে কলকাতা থেকে দিঘা যাচ্ছিল ওই বাসটি। ভোর সাড়ে ৪ টা নাগাদ মরিশদা এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়ানজুলিতে উলটে যায় বাসটি। তার ভিতরেই আটকে পরেন অনেক যাত্রী। নয়ানজুলিতে পড়ে যান কেউ কেউ। শব্দ পেয়ে স্থানীয়রা বেরিয়ে দেখেন নয়ানজুলিতে পড়ে রয়েছে বাসটি। প্রাণ বাঁচাতে বাস থেকে বেরোনোর চেষ্টা করছেন যাত্রীরা। তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। এরপর খবর দেওয়া হয় মরিশদা থানায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করেন প্রায় ৩০ জনকে। পুলিশের তরফেই তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তরফে যোগাযোগ করা হচ্ছে আহতদের পরিবারের সঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও পলাতক বাসের চালক ও খালাসি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মরিশদা থানার পুলিশ।

প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনা লেগেই রয়েছে। ক্রমাগত ঘটছে প্রাণহানির মতো ঘটনা। দুর্ঘটনা রোধে একাধিক পদক্ষেপও নিয়েছে রাজ্য সরকার। চালু করেছে সেফ ড্রাইভ সেভ লাইভের মতো প্রকল্প। মানুষকে সচেতন করতে ক্রমাগত প্রচারও করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও পালটাচ্ছেনা ছবিটা। বারবার ঘটে চলেছে একই ঘটনা। তবে কি ফাঁক থেকে যাচ্ছে প্রচারে? নাকি মানুষের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি, উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: দাবিমতো তোলা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, গণপিটুনিতে মৃত্যু ২ দুষ্কৃতীর]

The post নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে দিঘাগামী বাস, আহত ৩০ পর্যটক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement