জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ছাব্বিশের নির্বাচনের আগেই রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে বেশ জমজমাট বাকযুদ্ধ। ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচিত বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumder)। বৃহস্পতিবার বিজেপির 'পরিবর্তন যাত্রা' থেকে জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি পুলিশকে নিশানা করে বলেন, ''পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে, সাধারণ গরিব মানুষের উপরে চড়াও হবে, আপনারা জোটবদ্ধ হোন। তাদের চ্যালাকাঠ দিয়ে পেটান।'' ছাব্বিশে বদল এবং বদলা - দুইই হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। পালটা স্বপন মজুমদারকে কুখ্যাত 'সমাজবিরোধী' বলে তোপ দাগলেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটায় চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখছিলেন স্বপন মজুমদার (Swapan Majumder)। সাধারণ মানুষদের উদ্দেশে তিনি বলেন, ''পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে, সাধারণ গরিব মানুষের উপর চড়াও হবে, আপনারা জোটবদ্ধ হোন, চ্যালাকাঠ ধরে পেটাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সামনে পরিবর্তন হবে। বাংলায় বদল হবে, বদলাও হবে।'' তৃণমূলকে নিশানা করে তাঁর হুঁশিয়ারি, ''তৃণমূলের যে গুন্ডারা ভাবছে, পুলিশ বাবা বাঁচিয়ে দেবে, শুনে রাখো, পুলিশ তোমাদের বাঁচাতে পারবে না। আগামী দিনে বদল হবেই। আর যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছ, তাদের বদলা হবে।''
এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, ''কুখ্যাত সমাজবিরোধী, দেশদ্রোহীদের মানুষ ভোট দিতে জিতিয়ে এনেছে। এবার তারা বুঝছে, কাদের জিতিয়ে এনেছে। এদের মুখে তো অশ্লীল ভাষা, কুকথা শোনা যায়। আসলে এ রাজ্যের পুলিশের জন্য সমাজবিরোধীরা কুকাজ আগের মতো করতে পারছে না। সেই কারণে এই ধরনের মন্তব্য করছে। ওদের কথা মানুষ শোনে না, শুনবেও না।''
