shono
Advertisement

বাড়ি থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

বিয়ের পর থেকে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। The post বাড়ি থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 PM Aug 08, 2019Updated: 01:26 PM Aug 08, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট:  বিয়ের পর থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সদ্য বিবাহিতা  তরুণীকে খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মৃতার দুই বান্ধবীকেও। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।  

Advertisement

[আরও পড়ুন:  স্কুলের প্রশ্নপত্রেও জয় শ্রীরাম-কাটমানি, বিতর্কে পড়ে ক্ষমাপ্রার্থী শিক্ষক]

মৃতার নাম সুরমা মণ্ডল। বাড়ি বসিরহাটের যোগেশগঞ্জে। গত মাসের ১৫ তারিখ এলাকার এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয় ওই যুবতীর। বিয়ের পর থেকে সুরমাকে আবু তাহের ঢালী নাম এক যুবক হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। সে আবার পেশায় হেমনগর কোস্টাল থানার সিভিক ভলান্টিয়ার। তার বাড়ি বসিরহাটেরই সামসেরনগরে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিয়ের আগে সুরমার সঙ্গে আবু তাহেরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি ওই যুবতীর পরিবারের লোকেরা। বরং মেয়ের অন্যত্র বিয়ে পাকা করে ফেলেন তাঁরা। বাড়ির চাপে বিয়েতে রাজিও হয়ে যান সুরমা।

সুরমার বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। যোগেশগঞ্জ বাজারে একটি মুদিখানার দোকান চালান তাঁর মা। ওই মহিলার দাবি, মঙ্গলবার সন্ধেবেলা তাঁর সঙ্গে দোকানেই বসেছিলেন সুরমা। একটি ফোন পেয়ে বাড়ি চলে যান তাঁর মেয়ে। কিছুক্ষণ পর তিনি যখন বাড়ি ফেরেন, তখন রান্নাঘরে সুরমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে এই ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বসিরহাটের যোগেশগঞ্জে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফাঁকা বাড়িতে সুরমাকে খুন করে মৃতদেহটি ঝুলিয়ে দিয়েছে সিভিক ভলান্টিয়ার আবু তাহের ঢালীই। বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালে চত্বরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে মূল অভিযুক্ত পেশায় সিভিক ভলান্টিয়ার আবু তাহের ঢালী-সহ তিনজনকে গ্রেপ্তার করে হেমনগর কোস্টাল থানার পুলিশ।      

[আরও পড়ুন:  পথ বদলে ওড়িশামুখী নিম্নচাপ, বিকেলের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা]

 

 

The post বাড়ি থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement