shono
Advertisement

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ফের উত্তপ্ত তুফানগঞ্জ

পুলিশের লাঠিচার্জে আয়ত্তে আসে পরিস্থিতি। The post পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ফের উত্তপ্ত তুফানগঞ্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Nov 23, 2019Updated: 03:57 PM Nov 23, 2019

বিক্রম রায়, কোচবিহার: গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাট এলাকা। শনিবার সকালে বিডিও অফিসের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ছোঁড়া হয় তীরও। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় ব়্যাফ। সূত্রের খবর, এদিনের সংঘর্ষে আহত হয়েছে ২ পক্ষের বেশ কয়েকজন। 

Advertisement

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর কোচবিহারের মহিষকুচি ১ ও বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা দলে দলে বিজেপিতে যোগ দিয়েছিল। এরপর পদত্যাগে বাধ্য করা হয়েছিল পঞ্চায়েত প্রধানকে। কিছুদিন পর ফের তৃণমূলে ফেরে দলত্যাগীরা। এরপর শনিবার বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের বক্সিরহাট। অভিযোগ, আচমকা তৃণমূল কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে শুরু করে বিজেপির কর্মীরা। পালটা আক্রমণ হানে তৃণমূলও। চলে তীর, ধনুক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে হাতাহাতি। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থতি। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। তৃণমূলের অভিযোগ, বিজেপির আক্রমণে আহত হয়েছেন তাঁদের ১২ জন কর্মী। বিজেপির দাবি, আহত হয়েছেন তাঁদেরও ৮ জন কর্মী। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় ত্রাণ মিলছে না, অভিযোগ বুলবুলে ক্ষতিগ্রস্ত তৃণমূল সমর্থকদের]

প্রসঙ্গত, কিছুদিন ধরেই শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। দফায় দফায় অশান্তিতে জড়িয়েছে দু’পক্ষ। তাই বোর্ড গঠনকে কেন্দ্র করে যে নতুন করে এলাকা উত্তপ্ত হয়ে উঠতে পারে তা আগেই আশঙ্কা করেছিল পুলিশ। সেই কারণেই প্রস্তুত ছিল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছিল। পরিস্থিতি আয়ত্তে আনা সম্ভব হয়েছে। যদিও লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

ছবি: দেবাশিস বিশ্বাস

[আরও পড়ুন: ডেঙ্গুর পর স্ক্রাব টাইফাস আতঙ্ক, কলকাতার হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের]

The post পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ফের উত্তপ্ত তুফানগঞ্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement