জ্যোতি চক্রবর্তী ও অর্ণব দাস: ঠাকুরবাড়ির মন্দিরের পর তুমুল অশান্তি হাসপাতালে। পুলিশের সামনে হাতাহাতিতে জড়াল তৃণমূল-বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ঠাকুরনগর হাসপাতালে। ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই থমথমে ছিল ঠাকুরবাড়ি চত্বর। একদিকে অভিষেককে স্বাগত জানাতে সেজে উঠেছিল এলাকা। অন্যদিকে মতুয়া মহাসংঘের মাঠে সভার আয়োজন করেন শান্তনুপন্থী মতুয়ারা। অভিষেক যাওয়ার আগেই উত্তেজনা চরমে ওঠে। বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল গেট। হাতাহাতিতে জড়ায় মতুয়াদের দুই পক্ষ। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি থেকে চলে যাওয়ার পর আহত শান্তনুপন্থী মতুয়া অর্থাৎ বিজেপি সমর্থকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[আরও পড়ুন: ব্যাংকে চাকরি দেওয়ার নামে ‘প্রতারণা’, স্কলারশিপ-সহ কন্যাশ্রীর টাকা খোয়ালেন কলেজছাত্রী]
অভিযোগ, সেখানে বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। পালটা দেয় বিজেপি। দুপক্ষেপ হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই অশান্তি ও মারধর করেছে তৃণমূল, কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি। পরিস্থিতি আয়ত্তে আনতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী। সেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়।
