সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: স্কুলের পোশাকে মূল লোগো বদলে গেল কোনওরকম সিদ্ধান্ত ছাড়াই। পুরনো লোগো সকলের অজ্ঞাতসারে বদলে ছাত্রদের জামায় মুদ্রিত হল পদ্মফুলের ছবি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে হুলুস্থুল শিলিগুড়িতে। শনিবার শিলিগুড়ি বয়েজ প্রাথমিক বিদ্যালয় এর ঘটনা। পদ্মফুলযুক্ত জামা বদলে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দার্জিলিং জেলা তৃণমূল এবং তৃণমূলের শিক্ষা সেলের সদস্যরা। যদিও তৃণমূল নেতৃত্বের সামনে ভুল স্বীকার করে এটি যে স্বনির্ভর গোষ্ঠীকে তৈরি করতে দেওয়া হয়েছিল, তাদের ভুলেই হয়েছে, তা জানিয়েছেন প্রধান শিক্ষক। দ্রুত পোশাক বদলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কয়েকদিন আগে শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রদের স্কুলের তরফে স্কুল পোশাক বিতরণ করা হয়। আর সেই পোশাকে পকেটের উপর রয়েছে পদ্মফুলের ছবি। তা নিয়েই ক্ষোভ তৃণমূলের। বিষয়টি এদিন এক অভিভাবক জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারের নজরে আনেন। তারপরই সরব হয় তৃণমূল। কেউ কেউ রঞ্জনবাবুকে ‘পদ্ম’ জাতীয় ফুল বলে বোঝানোর চেষ্টা করলেও আদতে তাতে লাভ কিছু হয়নি। তাঁর নেতৃত্বে শনিবার সকালে স্কুলে তৃণমূল কর্মীরা। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিত ঘোষ জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। পরে তিনি এ বিষয়ে শিলিগুড়ি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। তবে তাঁকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অবশ্য কোনও মুখ খোলেননি। স্কুলের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও বিষয়টি না জানায় তার পদত্যাগ দাবি করেন। বিজেপির তরফে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি অবশ্য এ বিষয়ে তাঁদের কিছুই জানা নেই বলে জানান। তবে ‘পদ্ম’তে আতঙ্ক তৈরি হয়েছে তৃণমূলের বলে দাবি করেন।
জানা গিয়েছে, স্কুলের মূল লোগোতে পুকুর, গাছ-সহ পদ্মও রয়েছে। যে স্বনির্ভর গোষ্ঠীকে জামা তৈরির দেওয়া হয়েছে তারাই গোলমালটি করেছে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ। তৃণমূল শিক্ষা সেলের তরফে সুপ্রকাশ রায়ের অভিযোগ, স্কুলের মূল লোগো থাকলেও তাঁদের কিছু বলার ছিল না। কিন্তু হঠাৎ পদ্ম রেখে লোগোর বাকি আইকনগুলি বাদ দিয়ে দেওয়ার পিছনে কোনও উদ্দেশ্য আছে কি না, তা দেখতে হবে।
The post স্কুলের লোগো বদলে রইল শুধু ‘পদ্ম’, বিক্ষোভ তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
