shono
Advertisement

ভরা বাজারে গুলি ছুঁড়ল মত্ত যুবক, গণধোলাই স্থানীয়দের

পরে পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে। The post ভরা বাজারে গুলি ছুঁড়ল মত্ত যুবক, গণধোলাই স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 PM Nov 29, 2018Updated: 02:43 PM Nov 29, 2018

বিক্রম রায়, কোচবিহার: মদ্যপ অবস্থায় বাবুরহাট বাজার এলাকায় এক যুবকের কয়েক রাউন্ড গুলি ছোঁড়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। ঘটনার পর অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা পাকড়াও করে গণধোলাই দেন। রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম দেবারুণ দাস। ইতিপূর্বেও তার নামে একাধিক মামলা রয়েছে।

Advertisement

[নদী পার হয়ে গুলবারের চোলাই ঠেকে আসত গরিবের ‘গরল’]

স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎ দেবারুণ ওই এলাকায় গিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। রাসমেলা থাকায় ওই এলাকায় রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকে। তবে এই ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকার দোকানপাট সব বন্ধ হয়ে যায়। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মদ্যপ অবস্থায় থাকা দেবারুণকে ধরে ফেলেন। তারপর তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে এবং কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

ছবি: দেবাশিস বিশ্বাস

[সোদপুরে রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবার, পুলিশের জালে ২]

The post ভরা বাজারে গুলি ছুঁড়ল মত্ত যুবক, গণধোলাই স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement