shono
Advertisement

Corovirus Update: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৭০০, দুই জেলার কোভিড গ্রাফ নিয়ে জারি চিন্তা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৮।
Posted: 06:01 PM Sep 04, 2021Updated: 06:20 PM Sep 04, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী কোভিডের তৃতীয় ঢেউ রুখতে সর্বতোভাবে সচেষ্ট রাজ্য সরকার। তারই মধ্যে সামান্য বাড়ল রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭০০ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। শুক্রবারের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন ৭০৭ জন। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা – এই দুই জেলার কোভিড গ্রাফ এখনও চিন্তায় রাখছে রাজ্যের স্বাস্থ্যমহলকে। কলকাতায় (Kolkata) সংক্রমণ সবচেয়ে বেশি। শুধু একদিনেই শহরে ১২৯ জন মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা ১১৫। বেশ কয়েকদিন ধরে কলকাতার সংক্রমণের হারে নতুন করে চিন্তা শুরু হয়েছে।  প্রায় প্রতিদিনই শতাধিক আক্রান্ত হচ্ছেন এ শহরে। উত্তর ২৪ পরগনার সংক্রমণ চিত্র বরাবরই উদ্বেগজনক। মাঝে কিছুটা কমলেও তৃতীয় ঢেউয়ের আগে ফের তা বাড়ছে। কয়েকটি জায়গায় তাই কোভিড সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে জারি করা হয়েছে। এমনিতে রাজ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকছে কোভিড বিধি। 

[আরও পড়ুন: খোদ ‘মা লক্ষ্মী’ বিলি করলেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম! আপ্লুত গ্রামবাসীরা]

করোনা যুদ্ধে সবচেয়ে  এগিয়ে পুরুলিয়া, মুর্শিদবাদ। দুই জেলায় দৈনিক সংক্রমণ যথাক্রমে ৩ ও ৪। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫১ হাজার ৩৬৪। সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ২৪ হাজার ১৯৪। করোনার বলি রাজ্যের মোট ১৮ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভ রিপোর্ট মাত্র ১.৫৯ শতাংশ। সেদিক থেকে করোনা যুদ্ধে রাজ্যের পারফরম্যান্স ভালই বলা যেতে পারে।

[আরও পড়ুন: Mustard Oil: ডবল সেঞ্চুরি হাঁকাচ্ছে সরষের তেল, দামের ঝাঁজে চোখে জল মধ্যবিত্তর]

সামনেই রাজ্য়ের ২ কেন্দ্রে ভোট, একটিতে উপনির্বাচন। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজ্যের আবেদন মেনে এই সময়ে ভোট করানোয় অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট মিটলেই বাঙালির সবচেয়ে  বড় উৎসব দুর্গাপুজো। ফলে দুই উপলক্ষ ঘিরেই সাবধানতা অবলম্বন অতি প্রয়োজনীয়।  টিকাকরণের পাশাপাশি সাধারণ মানুষকে প্রতিদিন ছোটখাটো বিষয়ে সতর্ক থাকার  পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement