shono
Advertisement

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় সিলমোহর সিপিএমের কেন্দ্রীয় কমিটির

রায়গঞ্জ-মুর্শিদাবাদ আসন নিয়ে জট অব্যাহত। The post কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় সিলমোহর সিপিএমের কেন্দ্রীয় কমিটির appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Mar 04, 2019Updated: 07:41 PM Mar 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সঙ্গে জোটে যেতে কোনও অসুবিধা নেই৷ তবে, রায়গঞ্জ ও মুর্শিদাবাদের জেতা আসন কোনও শর্তেই কংগ্রেসকে ছাড়া যাবে না৷ এবং কংগ্রেসের জেতা আসনেও কোনও প্রার্থী দেওয়া হবে না৷ সূত্রের খবর, সোমবার এমন একগুচ্ছ সিদ্ধান্তই গৃহীত হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে৷

Advertisement

[আর্থিক প্রতারণা মামলায় পুলিশি জেরার মুখে সৌমিত্র খাঁ ]

জানা গিয়েছে, এদিনের বৈঠকে কেন্দ্রীয় কমিটির কাছে জোট সম্পর্কিত একটা প্রাথমিক রূপরেখা পেশ করেন সিপিএমের রাজ্য নেতারা৷ কোন পথে কংগ্রেসের সঙ্গে জোট হবে৷ কোন কোন আসন কংগ্রেসকে ছাড়া হবে৷ জোটচিত্রকে শরিকদের সামনে কীভাবে পেশ করা হবে, ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়৷ সূত্রের খবর, সেই আলোচনার পরই রাজ্যে সিপিএমের জোট কৌশলে সিলমোহর দেয় কেন্দ্রীয় কমিটি৷ কিন্তু একটাই শর্তে, একজনের জয়ী আসনে অন্যজন প্রার্থী দেবে না৷ এবং এর থেকেই স্পষ্ট হয়ে যায়, কোনও ভাবেই রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটি কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সিপিএম৷ আগামী ৮ মার্চ বৈঠকে বসতে চলেছেন রাজ্যে সিপিএম নেতৃত্ব৷ সেই বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে৷ আসন্ন লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে৷ বিভিন্ন সময় আসন সমঝোতা নিয়ে আলোচনাও হয়েছে দুই শিবিরের নেতাদের মধ্যে৷ কিন্তু বারবারই গোল পাকায় মুর্শিদাবাদ ও রায়গঞ্জ আসন দুটি৷ গত লোকসভা নির্বাচনে এই দুটি কেন্দ্রেই জয়ী হয় সিপিএম৷ রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হন সিপিএমের মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদে বদরুদ্দোজা খান৷ তবে সোমবারের বৈঠক জোট চিত্র কিছুটা স্পষ্ট করল বলেই মত রাজনৈতিক মহলের৷

[কোটি টাকার সুপারি পাচারের অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ৪]

সূত্রের খবর, ইতিমধ্যে সম্ভব্যপ্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে সিপিএম। জানা গিয়েছে, ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টিতে প্রার্থী দিতে চলেছে সিপিএম৷ শরিকদের জন্য ছাড়া হবে ১০টি আসন৷ এবং বাকি ১০টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস৷ সিপিএম সূত্রে খবর, যাদবপুর কেন্দ্রে সিপিএমের সম্ভাব্য প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দমদম কেন্দ্রে প্রার্থী হতে পারেন তন্ময় ভট্টাচার্য বা নেপালদেব ভট্টাচার্য। বাঁকুড়ায় সম্ভাব্য সিপিএম প্রার্থী অমিয় পাত্র। বর্ধমান পূর্বে দুজনের নাম শোনা যাচ্ছে, অমল হালদার এবং আভাস রায়চৌধুরী। আসানসোল আসনে সম্ভাব্য প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। ঝাড়গ্রাম আসনে প্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন ব্রিগেড কাঁপানো দেবলীনা হেমব্রম। বারাকপুরে গার্গী চট্টোপাধ্যায়, হাওড়ায় শ্রীদীপ ভট্টাচার্য এবং উত্তর কলকাতায় ফুয়াদ হালিম অথবা রূপা বাগচির নাম নিয়ে জল্পনা চড়ছে রাজনৈতিক মহলে৷

The post কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় সিলমোহর সিপিএমের কেন্দ্রীয় কমিটির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement