shono
Advertisement

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব, বৃহস্পতিবারের মধ্যে শহরে আছড়ে পড়বে কালবৈশাখি

কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে৷ The post ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব, বৃহস্পতিবারের মধ্যে শহরে আছড়ে পড়বে কালবৈশাখি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:04 PM Apr 30, 2019Updated: 01:04 PM Apr 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম দাবদাহে নাজেহাল রাজ্যবাসী৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে কমছে বাতাসের আর্দ্রতা৷ ফলে চরমে পৌঁছে গিয়েছে অস্বস্তি৷ কিন্তু এসবের মধ্যেই আরও বড়  আশঙ্কার খবর নিয়ে এসেছে আবহাওয়া দপ্তর৷ সূত্রের খবর, বৃহস্পতিবারের মধ্যে শহরে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফণী৷ তবে শক্তিক্ষয় করে কালবৈশাখীর রূপে৷

Advertisement

[আরও পড়ুন: মোহনবাগানের আদলে উপনয়নের অনুষ্ঠান, চমক সবুজ-মেরুন সমর্থক পরিবারের]

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফণী৷ ঘণ্টায় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৫০-৬০ কিলোমিটার৷ তাণ্ডবলীলা চালানোর শক্তি না থাকলেও এই ঝড়ের ফলে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে বলে সূত্রের খবর৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার রাতেও কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে৷ জানা গিয়েছে, ক্ষমতা বাড়িয়ে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ফণী। বুধবার তামিলনাড়ু উপকূলে পৌঁছবে ঘূর্ণিঝড়টি। এরপর ধীরে ধীরে সেটি অন্ধ্র উপকূলের দিকে যাবে৷ এবং শেষে ওড়িশা উপকূল হয়ে আছড়ে পড়তে পারে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে৷ তবে তখন শক্তি অনেকটা কম থাকবে বলেই মত আবহাওয়াবিদদের৷ ফণীর জেরে সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্র. তামিলনাড়ু ও ওড়িশা উপকূলে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

[আরও পড়ুন:  মোদিকে ঠেকাতে পুরুলিয়ায় তৃণমূলের অস্ত্র নয়া ‘বর্ণপরিচয়’ ]

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ফণীর জেরে বাংলায় আপাতত কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহবিদরা৷ ফলে চড়চড়িয়ে বাড়ছে বাংলার তাপমাত্রা৷ এপ্রিলের শেষেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ বইছে লু৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম। 

The post ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব, বৃহস্পতিবারের মধ্যে শহরে আছড়ে পড়বে কালবৈশাখি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement