ব্রতীন দাস: শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে ম্যালে বসে সিগারেটে সুখটান! এবার থেকে আর হচ্ছে না সেটা৷ চুপিসারে কেউ চেষ্টা করতে গিয়ে ধরা পড়লে টাকার অঙ্কে গুনতে হবে জরিমানা৷ শুধু ধূমপান নয়৷ ম্যালে বসে চলবে না তামাক-গুটখার নেশাও৷ স্কুল-কলেজের দু’শো মিটারের মধ্যে কোনও দোকানে বিক্রি করা যাবে না তামাকজাত সামগ্রী৷
রাজ্যে প্রথম ধূমপানমুক্ত জেলা হতে চলেছে দার্জিলিং। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সরকারিভাবে ঘোষনা করা হবে। ইতিমধ্যেই দাজিলিংয়ের ম্যাল, মিরিক লেক-সহ বিভিন্ন টুরিস্ট স্পটকে ধুমপানমুক্ত অঞ্চল ঘোষনা করা হয়েছে। সরকারি অফিস চত্বরে কিংবা স্কুল কলেজের পাশে বা হাট-বাজারের মধ্যে ধূমপান করা নিষিদ্ধ করা হয়েছে। কেউ আইন অমান্য করছে কি না দেখার জন্য রাস্তায় নামানো হয়েছে স্কোয়াড। সেই স্কোয়াডে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পুলিশ, স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা থাকছেন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেছেন. দেড়শো জনের বেশি লোককে জরিমানা করা হয়েছে। নকশালবাড়ির বিডিও কিংশুক মাইতি বলেছেন, হাট-বাজারে স্কোয়াড ঘুরছে। প্রকাশ্যে ধূমপান করলেই ২০০ টাকা জরিমানা করা হচ্ছে। সঙ্গে প্রচার চলছে। তথ্য বলছে, দার্জিলিং জেলায় প্রকাশ্যে ২ লাখের বেশি মানুষ ধূমপান করে। গ্রামীন স্তরে ১৪ জনের এবং ব্লক স্তরে ৯ জনের টিম করে স্কোয়াড বানানো হয়েছে।
