শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: সাত সকালে বিজেপির বুথ অফিস থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।মৃত ব্যক্তির নাম নিত্য মণ্ডল। বাড়ি জলপাইগুড়ির কাঠামবাড়ি এলাকায়। তবে কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির নেতাজি কলোনিতে ভাড়া থাকতেন তিনি। মৃতের স্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার খুব ভোরে হাঁটতে বেরিয়েছিলেন নিত্য। আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির কাছেই বিজেপির বুথ অফিসে নিত্য মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান প্রাত্যঃভ্রমণকারীরা। ঘটনাটি জানাজানিতে হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনিতে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ভক্তিনগর থানার পুলিশ।
[ আরও পড়ুন: রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে খ্যাপা ষাঁড়, বাগে পেতে নাস্তানাবুদ দমকলকর্মীরা]
কিন্তু, প্রাতঃভ্রমণে বেরিয়ে কীভাবে মারা গেলেন নিত্য মণ্ডল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলা দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় একটি চকোলেট ফ্যাক্টরিতে কাজ করতেন নিত্য। সম্প্রতি বাড়ি তৈরির শ্রমিক হিসেবে কাজ করা শুরু করেছিলেন তিনি। এলাকায় ভাল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন নিত্য মণ্ডল। তাহলে হঠাৎ তিনি কেন আত্মহত্যা করতে গেলেন? বিজেপির বুথ অফিসেই বা মৃতদেহ এল কী করে? তদন্তে নেমেছে পুলিশ। এদিকে একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে শোকে দিশেহারা মৃতের পরিবারের লোকেরা।
The post বিজেপির বুথ অফিস থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ, চাঞ্চল্য শিলিগুড়িতে appeared first on Sangbad Pratidin.
