রঞ্জন মহাপাত্র: দিঘার সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় জখম ২ পর্যটক। একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে। দুর্ঘটনার পর ওই ২ পর্যটককে উদ্ধার করেন নুলিয়ারা। তাঁদের নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। দিঘা থানার ওসি বাসকী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাধারণভাবে সমুদ্রে যে এলাকা দিয়ে স্পিডবোট চলে, সেখানে পর্যটকরা যাওয়ার কথা নয়। ওই দুই পর্যটক সীমানা লঙ্ঘন করাতেই দুর্ঘটনা ঘটেছে।
[সরকারি চাকরির লোভে বাবাকেই খুন যুবকের]
পর্যটনকেন্দ্রে কেন্দ্র হিসেবে পূর্ব মেদিনীপুরে সৈকতশহর দিঘা অত্যন্ত জনপ্রিয়। আগে শুধুমাত্র বাসে করেই দীঘা যাওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হাওড়া থেকে দিঘা পর্যন্ত ট্রেন চালু হয়েছে। ফলে এখন দিঘায় সবসময়ই পর্যটকের ভিড় থাকে। সৈকতশহরে সমুদ্রস্নানই পর্যটকের মূল আকর্ষণ। কিন্তু, দিঘার সমুদ্রে নেমে দুর্ঘটনার কবলে পড়লেন ২ পর্যটক। স্পিডবোটের ধাক্কায় জখম হলেন তাঁরা। দিঘার সমুদ্রে যৌথভাবে ওয়াটার স্পোটর্সের আয়োজন করেছে পর্যটন দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্রে নেমেছে স্পিডবোট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে নিউ দিঘা বিচে স্নান করতে নেমেছিলেন পর্যটকরা। তাঁদের মধ্যে দু’জন সমুদ্রের কিছুটা গভীরে চলে গিয়েছিলেন। আচমকাই একটি স্পিডবোটের সামনে পড়ে যান তাঁরা। স্পিডবোটে ধাক্কায় জখম হন দু’জনেই। দুর্ঘটনার পর, তাঁদের সমুদ্র থেকে তুলে আনেন নুলিয়ারা। আহতদের নিয়ে যাওয়ার দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে, একজন পর্যটকের পায়ের আঘাত গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর ওই ২ পর্যটককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
[স্ত্রী ও মেয়েকে খুনে অনুতাপ, নিজের ফাঁসি চাইল অভিযুক্ত]
কিন্তু, কীভাবে দুর্ঘটনা ঘটল? দিঘা থানার আইসি বাসুকী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাধারণভাবে সমুদ্রে যে অঞ্চল দিয়ে স্পিডবোট চলে, সেখানে পর্যটক যাওয়ার কথা নয়। কিন্তু, স্পি়ডবোট চলাচলের এলাকার মধ্যে ঢুকে পড়েছিলেন ওই দুই পর্যটক। তাই দুর্ঘটনার কবলে পড়েছেন তাঁরা।
[জমিদার ভাইয়ের মৃত্যুতে স্মৃতি খুইয়ে পথে পথে ঘুরছেন বৃদ্ধা]
The post দিঘার সমুদ্রে নেমে দুর্ঘটনার কবলে, স্পিডবোটের ধাক্কায় জখম ২ পর্যটক appeared first on Sangbad Pratidin.
