shono
Advertisement

Breaking News

‘আমি খুন করলে বংশলোপ করে দেব’! ফের বেলাগাম দিলীপ ঘোষ

মেচেদা ও কলকাতায় দলীয় সভায় বিতর্কিত মন্তব্য বঙ্গ বিজেপি সভাপতির। The post ‘আমি খুন করলে বংশলোপ করে দেব’! ফের বেলাগাম দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Aug 27, 2019Updated: 05:19 PM Aug 27, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও রঞ্জন মহাপাত্র: বিতর্কিত মন্তব্য করতে তাঁর জুড়ি মেলা ভার। এবার সরাসরি খুনের হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের আগে এবং পরে রাজ্যে একাধিক দলীয় কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় সেই ইস্যুতেই বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মেদিনীপুরের সাংসদ। হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি খুন করি, তাহলে বংশলোপ করে দেব।’ একইসঙ্গে বিজেপিকর্মীদের উদ্দেশে তাঁর নির্দেশ, ‘তৃণমূল নেতা, পুলিশ, কাউকে রেয়াত নয়। মারবেন, ফেলে দেবেন, দায়িত্ব আমার। তা না পারলে বুঝব আপনারা বিজেপিকর্মী নন।’

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল থেকে এসে বিজেপির কর্মপদ্ধতি শিখতে হবে’, নির্দেশ দিলীপ ঘোষের]

ওইদিন মেচেদায় একটি দলীয় সভায় যান দিলীপ ঘোষ। সেখানেই তিনি পুলিশকে আক্রমণ করে বলেন, ‘পুলিশকে দিয়ে কেস দেওয়ানো হচ্ছে আমাদের কর্মীদের। এ ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। ২৮ হাজার মামলা চলছে আমাদের কর্মীদের বিরুদ্ধে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমার নামেও খুনের মামলা দিয়েছে। আমি না কি খুন করেছি। আমি যদি খুন করি, তাহলে বংশ লোপ করে দেব।’ এরপরই তিনি বলেন, ‘সুস্থভাবে নিজের পরিবার নিয়ে থাকবেন। আমাদের পিছনে লাগবেন না। সর্বনাশ করে দেব। হয় জেলে যেতে হবে, না হলে ছেলে-বউয়ের মুখ দেখতে পারবেন না। আমি যা বলি ছাড়ি না’

[আরও পড়ুন: নারদ কাণ্ডে তৎপর সিবিআই, প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব]

গতকাল মেচেদার সভার পর একই সুরে মঙ্গলবারও কলকাতায় এক দলীয় কর্মসূচিতে সংবাদ মাধ্যমের সামনে তৃণমূলকে এভাবে হুঁশিয়ারি দিলেন দিলীপ। বললেন, ‘হিংসা বন্ধ করার জন্য হিংসার প্রয়োজন আছে। না হলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের কর্মীদের বলেছি মার খেয়ে কান্নাকাটি করে আমার কাছে আসবেন না। পাল্টা মার দিন। প্রতিশোধ না নিয়ে আসবেন না। এখন প্রতিশোধ শুরু করব। প্রতিপক্ষ ব্যবহারে পরিবর্তন না আনলে আমাদের ব্যবহারে পরিবর্তন হবে।’ প্রসঙ্গত, এর আগেও বহুবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, পুলিশ-প্রশাসনের উদ্দেশে হুমকিবাণ ছেড়েছেন রাজ্য় বিজেপির সভাপতি। এদিনের বেলাগাম মন্তব্যের পর ফের বিতর্কের মুখে পড়েছেন তিনি। রাজনৈতিক মহলেও তাঁর মন্তব্যে নিন্দার ঝড়।

 

The post ‘আমি খুন করলে বংশলোপ করে দেব’! ফের বেলাগাম দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার