shono
Advertisement

‘এমন কাণ্ড অনেক ঘটিয়েছি’, কুকরছানা নিধনকে সমর্থন চিকিৎসকের

কুকুরছানা হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্ধমানে মোমবাতি মিছিল। The post ‘এমন কাণ্ড অনেক ঘটিয়েছি’, কুকরছানা নিধনকে সমর্থন চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:50 PM Jan 15, 2019Updated: 08:50 PM Jan 15, 2019

সৌরভ মাজি, বর্ধমান: এনআরএস হাসপাতালে কুকুরছানা হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল গোটা রাজ্য, তখন সারমেয় নিধনকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিলেন বর্ধমানের এক চিকিৎসক। তাঁর দাবি, ছাত্রাবস্থায় অনেকবার কুকুরকে পিটিয়ে মেরেছেন। ওই চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। এদিকে জলঘোলা শুরুতে হতেই ফেসবুকে থেকে উধাও হয়ে গিয়েছেন ওই চিকিৎসক। এদিন এনআরএস হাসপাতালে কুকুরছানা হত্যাকাণ্ডের প্রতিবাদে বর্ধমান শহরে মোমবাতি মিছিল করলেন শতাধিক পশুপ্রেমী। মিছিল শেষে কার্জন গেটে প্রতিবাদ সভাও হয়।  

Advertisement

[ কুকুরছানা হত্যাকাণ্ডে অপরাধ কবুল, গ্রেপ্তার ২ নার্সিং পড়ুয়া]

এনআরএস হাসপাতালে কুকুরছানা হত্যাকাণ্ডে মঙ্গলবার দু’জন নার্সিং ছাত্রীকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, দীর্ঘ জেরায় অপরাধ কবুল করেছে তারা। তবে এখনও বাকি তিনজন অভিযুক্তের খোঁজ মেলেনি। সারমেয় নিধনের প্রতিবাদে বর্ধমানে রাস্তায় নামলেন পশুপ্রেমীরা। মঙ্গলবার সন্ধ্যায় শহরে মোমবাতি মিছিল করলেন তাঁরা। মিছিল শেষে কার্জন গেটে প্রতিবাদ সভাও হল। মিছিল থেকে এনআরএস হাসপাতালে কুকুরছানা হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি উঠল। আন্দোলনকারীদের দাবি, সারমেয় হত্যার প্রতিবাদে রাজ্যে আগে কখনও মোমবাতি মিছিল হয়নি। ঘটনাচক্রে আবার সারমেয় হত্যাকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট করলেন বর্ধমানেরই এক চিকিৎসক!

ওই চিকিৎসকের নাম অনির্বাণ বিশ্বাস। বর্ধমান শহরেই প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি। ফেসবুকে ওই চিকিৎসক লিখেছেন, ‘হাসপাতালে ওয়ার্ডে যখন কুকুর ঘুরে বেড়ায়, রোগীদের কামড়ায়, তখন এই পশুপ্রেমিকরা কোথায় থাকে? এনআরএসে যা হয়েছে, তা একটু নিষ্ঠুর কিন্তু ঠিকই আছে। বেশ করেছে এনআরএস। আমরা জুনিয়র ডাক্তার থাকাকালীন এমন কাণ্ড অনেক ঘটিয়েছি। আমার কোনও লজ্জা নেই।’ চিকিৎসক অনির্বাণ বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে পশুপ্রেমীদের সংগঠন।

ছবি: মুকুলেশুর রহমান

[ কৃষিবিমার ‘ভূতুড়ে’ আবেদনেই কি টাকা ঢুকল ব্যাংকে? তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের]

The post ‘এমন কাণ্ড অনেক ঘটিয়েছি’, কুকরছানা নিধনকে সমর্থন চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement