অরূপ বসাক, মালবাজার: গ্রামের এক প্রান্ত থেকে একেবারে বিশ্বদর্শন। না, কল্পকাহিনি নয় মোটেই। একেবারে খাঁটি বাস্তব। উত্তরবঙ্গের চা বাগানের এক পড়ুয়া উচ্চশিক্ষার সুযোগ পেলেন আয়ারল্যান্ডের (Ireland) এক বিশ্ববিদ্যালয়ে। বিষয় সাইবার নিরাপত্তা (Cyber Security)। ন্যাশনাল কলেজ অফ আয়ারল্যান্ডে মাস্টার অফ সায়েন্স ইন সাইবার সিকিউরিটি করার সুযোগ পেলেন মেটেলি ব্লকের অনুরোধন প্রধান। এই অঞ্চলে এত বড় সাফল্য এই প্রথম। ফলে স্বভাবতই পরিবার-সহ গোটা চা বলয়ে খুশির হাওয়া। বাড়িতে বসে সংবর্ধনা পাচ্ছেন অনুরোধন।
মেটেলি (Meteli) ব্লকের প্রত্যন্ত চিলোনি চা বাগানের সাইমন্দির লাইনের বাসিন্দা ঠিকাদার অনন্ত প্রধান। স্ত্রী সুষমা প্রধান চা শ্রমিক। তাঁদেরই ছোট ছেলে অনুরোধন প্রধান এমন একটা সাফল্যের মুখ দেখলেন। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিল অনুরোধন। তাঁর পড়াশোনা শুরু হয় চিলোনি চা বাগানে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে। এরপর ৭৯ শতাংশ নম্বর নিয়ে শিলিগুড়ি (Siliguri) টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে দশম শ্ৰেণি পাশ করে। তারপর সিকিম থেকে ৮২ শতাংশ নম্বর নিয়ে ডিপ্লোমা পাশ করার পর শিলিগুড়ির একটি কলেজে ভরতি হন অনুরোধন। ৯১ শতাংশ নম্বর নিয়ে বি টেক পাশ করেন। তারপর আর পিছন ফিরে দেখতে হয়নি।
[আরও পড়ুন: মিড ডে মিলের খিচুড়িতে সাপ! না জেনে খাবার খেয়ে অসুস্থ ২ শিশু, শোরগোল ঘাটালে]
চলতি বছর আগস্ট মাসে আয়ারল্যান্ডের জাতীয় কলেজে ভরতি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দেয় অনুরোধন। সেখানে ভাল ফলাফল করার পর এই প্রথম চিলোনি চা বাগান থেকে কোনও পড়ুয়া পড়াশোনার জন্য আয়ারল্যান্ডে যাচ্ছে। এদিন এই সংবর্ধনা পেয়ে খুশি হয় অনুরোধন-সহ বাবা অনন্ত প্রধান-সহ সকলেই।
[আরও পড়ুন: অনুব্রত মামলা: তদন্তের স্বার্থে আদালতে গোপন জবানবন্দি শিবঠাকুরের মায়ের]
অনুরোধনের কথায়, ”এক বছরে কোর্স এটি। এই কোর্স শেষ করে আয়ারল্যান্ডে দু’বছর থেকে ইন্ডিয়ায় চলে আসব। এরপর ইন্ডিয়াতে কর্মজীবন চালু করবে। তার এই সাফল্যে খুশি মেটেলি ব্লকের মানুষজন। শনিবার চিলোনি চা বাগানে তার বাড়ি গিয়ে অনুরোধনকে সংবর্ধনা জানায় উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠন ও চিলোনি যুবা সমাজ সংঘের সদস্যরা। যান মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপেন্দ্র দর্জিও।