shono
Advertisement

মেধার জোরে ২ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের খুদে, গর্বিত বাবা-মা

ছেলে আরও এগিয়ে যাক, প্রার্থনা দম্পতির।
Posted: 03:12 PM Jul 18, 2023Updated: 03:12 PM Jul 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ২ বছর ২ মাস। এই বয়সেই ঠৌঁঠস্থ সব রাজ্যের রাজধানী-সহ আরও কত কী। আর এই মেধার জেরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের অভিমন্যু নন্দী। সন্তানের কীর্তিতে গর্বিত বাবা-মা।

Advertisement

দুর্গাপুরের বিধাননগরের (Bidhanagar) জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যু নন্দী। তার বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী। বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, যবে থেকে কথা বলতে শিখেছে, তখন থেকেই অভিমন্যুর স্মৃতিশক্তি প্রখর। সব মনে রাখতে পারে সে। এখনও আধো আধো কথা বলে কিন্তু তার মধ্যেই বলতে পারে কঠিন কঠিন শব্দ। শুধু তাই নয়, এখন অভিমন্যু শিখছে পৃথিবীর বিভিন্ন দেশ ও তাঁর রাজধানীর নাম। মাত্র ১০ মিনিটে প্রায় ৯৮ টি নাম অবলীলায় বলেই বাজিমাত করেছে খুদে। নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

[আরও পড়ুন: চাঁদের মাটিতে সফলভাবে পা রাখুক চন্দ্রযান ৩, আশায় ইসরোর বাঙালি বিজ্ঞানীর বাবা-মা]

ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছে শংসাপত্র। যদিও এই শংসাপত্রের গুরুত্ব বোঝার মতো বয়স হয়নি খুদের। কিন্তু মা, বাবা জানেন যে ছেলে বিরল প্রতিভার অধিকারী। তাই আগামীদিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক, এটাই কামনা নন্দী দম্পতির।

[আরও পড়ুন: ভোট গণনার দিন থেকে নিখোঁজ, ৭ দিন পর বুদবুদের জঙ্গল থেকে উদ্ধার ‘তৃণমূল’ কর্মীর দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement