সৌরভ মাজি, বর্ধমান: সাতসকালে চায়ের দোকানে বচসা, তার জেরে হাতাহাতি! ওই ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। অভিযুক্ত ওই বৃদ্ধকে লক্ষ্য করে ঘুসি মারার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। মৃত ব্যক্তির নাম লাল্টু শিকদার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বর্ধমানে মেমারিতে (Memari)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারি থানার বড়পলাশন এলাকার বাসিন্দা তাঁরা। আজ, বুধবার সকালে এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন জনা কয়েকজন ব্যক্তি। সেসময় কোনও বিষয় নিয়ে ৭০ বছরের বৃদ্ধ লাল্টু শিকদারের সঙ্গে বছর ষাটের শেখ আসলাম নামে এক ব্যক্তির বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা আরও উত্তেজনার আকার নেয়। সেসময় দুই বৃদ্ধের মধ্যে হাতাহাতিও হয় বলে খবর। অভিযোগ, শেখ আসলাম লাল্টু শিকদারকে ঘুসি ও ধাক্কা মারেন। ধাক্কা সামলাতে না পেরে সেখানেই মাটিতে উলটে পড়ে যান।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মৃতের পরিবারের সদস্যদের। মেমারি থানাতেও খবর যায়। এদিকে বচসা, ধাক্কাধাক্কিতে অভিযুক্ত বৃদ্ধও অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে নিয়েও তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বৃদ্ধকে আটক করে প্রাথমিক জেরা শুরু করা হয়েছে বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
