আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শুটআউট৷ গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু৷ ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরায় গুলি চালানোর কথা স্বীকার করেছে ধৃতেরা৷
[বিজেপির সংকল্প যাত্রায় হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে]
বুধবার ঘড়ির কাঁটায় তখন রাত ১১টা৷ আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে কামারহাটি টুথবাগান এলাকা৷ ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ কামারহাটি টুথবাগান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতের অন্ধকারে এলাকায় গুলি চালায় একদল যুবক৷ ওই গুলিই প্রাণ কেড়েছে জইনুল হক নামে এক বৃদ্ধের৷তিনি ক্যারম বোর্ড ভাড়া দিতেন৷ তাঁর বাড়ির সামনে বসেই চারজন যুবক ক্যারম খেলছিল৷ ক্যারম খেলে ফেরার সময় তাদের থেকে ভাড়া চেয়েছিলেন জইনুল৷ এই নিয়ে বচসা শুরু হয়৷ স্থানীয়দের দাবি, ওই বৃদ্ধকে মারতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ এরপর আচমকাই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় এক যুবক৷ মাটিতে লুটিয়ে পড়েন জইনুল হক৷ রক্তে ভিজে যায় মাটি৷ পরিবারের লোকেদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা৷ এদিকে ততক্ষণে পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় ওই চার যুবক৷ তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
[জঙ্গলে ঢুকেছে একশো হাতি, বনদপ্তরের বিরুদ্ধে আন্দোলনের পথে গ্রামবাসীরা]
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কামারহাটিতে দিনের পর দিন বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য৷ কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না৷ শুটআউটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী৷ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার৷ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, জেরায় গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছে দু’জনেই৷
The post ক্যারম বোর্ডের ভাড়া নিয়ে বিবাদ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের appeared first on Sangbad Pratidin.
