রাজ কুমার, আলিপুরদুয়ার: জলদাপাড়ায় গতকাল হাতির হানায় তিনজনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ঠিক পাশের গ্রামেই জোড়া হাতির হানা। আজ, শুক্রবার শিশারগড় পারপাতলাখাওয়া গ্রামে ফের হাতি হানা দেয়। গ্রামের বাড়িঘর ভেঙে তছনছ করে। চাল, ধানও খেয়ে ছড়িয়ে নষ্ট করেছে বলে অভিযোগ। হাতির হামলায় আতঙ্ক বাড়ছে জলদাপাড়া জঙ্গল এলাকার গ্রামে।
এদিন সকালে জলদাপাড়ার চিলাপাতার জঙ্গল থেকে দুটি হাতি বেরোয়। সকালে শিশারগড় পারপাতলাখাওয়া গ্রামে দুটি হাতি সটান ঢুকে পড়ে। একের পর এক কলাবাগান নষ্ট করতে থাকে। এরপর তারা গ্রামের বাড়িগুলিতে হানা দেয়। হামলায় তিনটি কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় গ্রামবাসীরা কাজ করতে গিয়েছিলেন। সেই কারণে বড় কোনও অঘটন হয়নি। গ্রামবাসীরা জানিয়েছেন, ২ কুইন্ট্যাল চাল ও ধান খেয়ে, নষ্ট করেছে হাতি দুটি। এক কুইন্ট্যাল ভুট্টাও নষ্ট হয়েছে হামলায়। ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
এই হাতি দুটিই কি গতকাল হামলা চালিয়েছিল? চিলাপাতার জঙ্গলে ২৫ টি হাতি রয়েছে এই মুহূর্তে। এই হাতি দুটি কি সেই দল থেকে বেরিয়েই হামলা চালাচ্ছে? একাধিক আশঙ্কার কথা উঠে আসছে গ্রামবাসীদের মধ্যে। বনদপ্তরের তরফ থেকে হাতিদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।
গতকাল হাতির আক্রমণে তিনজন প্রাণ হারিয়েছিলেন। দক্ষিণ মেদাবাড়ি এলাকায় মৃত মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীম কুমার লামা-সহ ব্লকের নেতৃত্বরা। ময়নাতদন্তের জন্য মৃতের পরিবারদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের কালচিনির সভাপতি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। গরিব মানুষ রান্নার গ্যাস কিনতে পারছে না। সে জন্য তাঁরা বাধ্য হয়ে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যাচ্ছেন।