shono
Advertisement

পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে মার, অভিযুক্ত তৃণমূল

অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামীর দিকে৷ The post পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে মার, অভিযুক্ত তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Feb 18, 2019Updated: 03:57 PM Feb 18, 2019

বিক্রম রায়, কোচবিহার: পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় প্রহৃত অবসরপ্রাপ্ত সেনা জওয়ান সমীর কুমার দাস৷ রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দেওয়ানহাট এলাকায়৷ অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী এবং তার সহযোগীদের দিকে৷ এদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা ও তার অভিযুক্ত স্বামী৷

Advertisement

[তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মরত বিজ্ঞানী ]

জানা গিয়েছে, দু’বছর আগে সেনার চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন প্রহৃত জওয়ান সমীর কুমার দাস৷ বর্তমানে তিনি অস্থায়ী ভাবে থাকেন বালুরঘাটে এবং তাঁর মা ও পরিবারের অন্যরা থাকেন কোচবিহারের দেওয়ানহাটে৷ মাঝে মধ্যে কোচবিহারের বাড়িতে যান সমীরবাবু৷ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর কাছ থেকে পার্টি ফান্ডের নামে মোটা অঙ্কের টাকা চাইত দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝর্ণা সরকারের স্বামী শিবু সরকার৷ তাঁর কাছ থেকে দলের নামে চার লক্ষ টাকা চায় সে৷ প্রথমে তা দিতে অস্বীকার করেন সমীরবাবু৷ পরে বাধ্য হয়ে এক লক্ষ টাকা দেন তিনি৷ কিন্তু তাতেও অভিযুক্তদের ক্ষোভ প্রশমিত হয়নি৷ অভিযোগ, রবিবার সমীরবাবুকে বাড়ির কাছের একটি জায়গায় নিয়ে গিয়ে মারধর করে মূল অভিযুক্ত শিবু সরকার ও তার দলবল৷ ধারাল অস্ত্র দিয়ে তাঁকে মারা হয়৷ গায়ে একাধিক ক্ষতের সৃষ্টি হয়েছে তাঁর৷ সমীর দাসকে পরে উদ্ধার করেন স্থানীয়রা৷ এবং তাঁকে ভরতি করা হয় কোচবিহার গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

[প্রহসন অব্যাহত, মাধ্যমিকের পঞ্চম দিনেও ফাঁস প্রশ্নপত্র]

এরপরই স্থানীয় পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকারের স্বামী শিবু সরকার ও তার দলবলের বিরুদ্ধে কোচবিহার কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শিবু সরকার৷ তাদের পালটা অভিযোগ, প্রাক্তন সেনা জওয়ান সমীর কুমার দাস চার লক্ষ টাকার প্রতারণা করেছে৷ এই ঘটনার পিছনে, শাসকদলের গোষ্ঠী কোন্দলই মূল কারণ বলে দাবি করছেন স্থানীয়রা৷ সূত্রের খবর, প্রহৃত সমীর কুমার দাস যুব তৃণমূলের সদস্য৷ অন্যদিকে পঞ্চায়েত সদস্যা ও তার স্বামী আদি তৃণমূলের সদস্য৷ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই হামলা বলে মনে করছেন স্থানীয়রা।

ছবি: দেবাশিস বিশ্বাস

The post পার্টি ফান্ডে টাকা না দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে মার, অভিযুক্ত তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement