shono
Advertisement

সাংগঠনিক নির্বাচন ঘিরে বাড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন জেলায় বিক্ষোভের আঁচ

মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে অশান্তি নিত্যদিনের ঘটনা। The post সাংগঠনিক নির্বাচন ঘিরে বাড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন জেলায় বিক্ষোভের আঁচ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Nov 29, 2019Updated: 05:57 PM Nov 29, 2019

সংবাদ প্রতিদিন ব্যুরো: তিনটি বিধানসভার উপনির্বাচনে হারের পর জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেন আরও চরম আকার ধারণ করল। বাঁকুড়ার ছাতনার পর বিজেপি মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরা, ঘাটাল, হুগলির উত্তরপাড়া। পার্টি অফিস ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় ধুন্ধুমার এলাকা। কার্যালয়ের দরজা ভেঙে, চেয়ার ছুঁড়ে ক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী, সমর্থকরা। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে পশ্চিম মেদিনীপুরে জেলা সাংগঠনিক সভাপতি অন্তরা ভট্টাচার্যের বিরুদ্ধে দানা বাঁধে ক্ষোভ। নবনির্বাচিত সভাপতিকে ব্যাপক মারধরও চলল।
একই পরিস্থিতি ঘাটালেও। সেখানেও বিজেপি পার্টি অফিস ভাঙচুর করলেন কর্মী, সমর্থকরা। তাঁদের অভিযোগ, দলের পুরনো কর্মীরা সম্মান পাচ্ছেন না। বদলে যাঁরা নতুন যোগদান করেছেন, তাঁরাই বেশি গুরুত্ব পাচ্ছেন। এর প্রতিবাদেই সরব নিচু তলার কর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: লুটপাটের পর বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, নাম জড়াল তৃণমূলের]

নেতৃত্বের উপর আস্থা রাখতে পারছেন না বিজেপি কর্মীরা। রাখঢাক না রেখে রীতিমতো প্রকাশ্যেই সমালোচনা শুরু করেছেন তাঁরা। আর এই গোষ্ঠী কোন্দলের জেরেই উত্তরপাড়া মণ্ডলের বিজেপির পার্টি অফিসে দলীয় কর্মীরাই তালা লাগিয়ে দিলেন। তীব্র ক্ষোভ উগরে পার্টি অফিসেই উত্তরপাড়া মণ্ডল সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। তাতে বিজেপির স্থানীয় নেতা প্রণব চক্রবর্তীকে ‘তৃণমূলের দালাল’ বলে উল্লেখ করা হয়েছে।
অন্য দল থেকে আসা রাতারাতি সরস্বতী চৌধুরিকে কেন মণ্ডল সভাপতি করা হয়েছে, সেই প্রশ্ন তুলে বিজেপি কর্মীরা সরব হয়েছেন। সরস্বতী চৌধুরিকে সভাপতি হিসেবে মানবেন না বলে পোস্টারে ক্ষোভ উগরে দিয়েছেন। শুক্রবার সকালে উত্তরপাড়ার মানিকপীড় এলাকায় স্থানীয় মানুষ বিজেপি পার্টি অফিসে তালা ও পোস্টার দেখে রীতিমতো হতবাক।

[আরও পড়ুন: পোস্টাল ব্যালটে ৩ কেন্দ্রে জয় বিজেপির, তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ]

এই বিষয়ে প্রণব চক্রবর্তী পাশ কাটিয়ে বলেন যে তিনি গত দু’দিন দলের কাজে ঝাড়খণ্ডে ছিলেন, তাই তাঁর পক্ষে বলা সম্ভব নয় কে বা কারা পার্টি অফিসে এই পোস্টার লাগিয়েছে। তবে তাঁর অভিযোগ তৃণমূলের দিকে। তিনি বলেন, উপ নির্বাচনে জয়ের পর অতিউৎসাহী হয়ে তৃণমূলই তাঁদের দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে।

The post সাংগঠনিক নির্বাচন ঘিরে বাড়ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন জেলায় বিক্ষোভের আঁচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার