shono
Advertisement

ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরিতে এফআইআর, বনমহোৎসব থেকে কড়া নির্দেশ ব্রাত্য বসুর

সুন্দরবনে অবৈধ ফিশারি নিয়ে বিধায়ক, সাংসদের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ বনমন্ত্রীর৷ The post ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরিতে এফআইআর, বনমহোৎসব থেকে কড়া নির্দেশ ব্রাত্য বসুর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:49 PM Jul 14, 2019Updated: 06:49 PM Jul 14, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরিবেশ বাঁচাতে বনমহোৎসবের মঞ্চ থেকে কড়া বার্তা প্রশাসনের৷ ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরি হলে এফআইআর করার নির্দেশ দিলেন রাজ্যের বনমন্ত্রী ব্রাত্য বসু৷ আর এফআইআর পাওয়া মাত্র প্রশাসনকে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি৷ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বনমহোৎসবের সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন ব্রাত্য বসু৷

Advertisement

[আরও পড়ুন: নদীতে আটকে ১৪ দিনের শাবক-সহ হাতির দল, প্লাবিত উত্তরবঙ্গে সংকটে বন্যপ্রাণ]

সুন্দরবনের বিভিন্ন এলাকায় সম্প্রতি নদীর পাড়ের ছোট ছোট ম্যানগ্রোভ সাফ করে সেখানে বেআইনিভাবে তৈরি হচ্ছে ফিশারি৷ যার জন্য বাড়ছে দুর্ঘটনাও৷ দিন কয়েক আগেই এই ঝড়খালির অদূরে বাসন্তীর একটি গ্রামে ফিশারি তৈরি ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ গুলি-বোমায় আহত হন অন্তত ৮জন৷ এছাড়া নানা জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ চলছেই৷ কয়েকশো বিঘার ম্যানগ্রোভ কেটে অবৈধভাবে তৈরি হয়েছে ফিশারি৷ আজ বনমহোৎসব অনুষ্ঠানে বনমন্ত্রী ব্রাত্য বসুর কাছে এনিয়ে অভিযোগ জানান জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর৷ প্রতিমা মণ্ডলের আবেদন, এই ঘটনায় যে বা যারা জড়িত, রাজনৈতিক রং না দেখে শাস্তি দেওয়া হোক৷ আর বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, অবিলম্বে এদের গ্রেপ্তার করলে দৃষ্টান্তমূলক শাস্তি হোক৷ এবং সমস্ত অবৈধ ফিশারি সরিয়ে ফের সেখানে ম্যানগ্রোভ তৈরি হোক৷

এসব শুনে বনমন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে সঙ্গে সুন্দরবনের ডিএফও সন্তোষা জিয়াকে ম্যানগ্রোভ কাটা দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের
নির্দেশ দেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরির ঘটনা নতুন নয়৷ বাসন্তীর ঘটনার কথা আমাকে বিধায়ক ও সাংসদ জানিয়েছেন৷ আমি শোনার পর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি৷ সেক্ষেত্রে প্রশাসনকে যৌথভাবে কাজ করার জন্য বলেছি৷ মৎস্যদপ্তর বা বনদপ্তর কেউ যাতে বিষয়টি এড়িয়ে না যায়, তা দেখতে হবে৷’

[আরও পড়ুন: ১০ টাকা না অন্য কোনও কারণ? বন্ধুকে হাতুড়ি মেরে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন]

দিন কয়েকের মধ্যেই রায়দিঘিতে এই ফিশারির মৎস্যজীবীদের সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ হয়েছে৷ আক্রান্ত হয়েছেন রেঞ্জ অফিসারও৷
ধনচিতেও চোরাশিকারি ধরতে গিয়ে একই ঘটনা ঘটেছে৷ এসবের কথা উল্লেখ করে বনমন্ত্রী বলেন, ‘ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক না
কেন, কেউ শাস্তির হাত থেকে রক্ষা পাবে না৷’ রবিবার রাজ্যে বনমহোৎসবঅনুষ্ঠানের সূচনা হয়েছে ঝড়খালি এলাকায়৷ চলবে সাতদিন ধরে৷ এদিন এলাকার বাচ্চাদের মধ্যে গাছের চারা বিলি করা হয়েছে৷ উপস্থিত মন্ত্রী ও আধিকারিকরা গাছ লাগিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন৷ ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ প্রতিমা মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা ও অন্যান্য আধিকারিকরা৷ এই বনমহোৎসবের জন্য নিজে গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই গানেই চলছে সবুজ বাঁচানোর প্রচার অভিযান৷

The post ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরিতে এফআইআর, বনমহোৎসব থেকে কড়া নির্দেশ ব্রাত্য বসুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement