সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: সাতসকালে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে। রবিবার ভোরে আগুন লেগে যায় বিধান মার্কেটে। ভষ্মীভূত চারটি দোকান। ঘটনাস্থলে দমকলের তিন ইঞ্জিন। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
[ বলাগড়ে ব্যাংক ম্যানেজারের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ]
শিলিগুড়ি শহরের অন্যতম বড় বাজার বিধান মার্কেট। মার্কেটে হরেক সামগ্রীর দোকান। কর্মচারীদের অনেকেই আবার রাতে দোকানে থাকেন। তাঁদের বক্তব্য, শনিবার রাতে যখন মার্কেট বন্ধ করা হয়, তখন কিছু টের পাননি। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিধান মার্কেটের তুলাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। চোখের নিমেষে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে শিলিগুড়ির বিধান মার্কেটে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে চারটি দোকান।এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। মার্কেটে পর্যাপ্ত জলের ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। শেষ খবর অনুযায়ী, বিধান মার্কেটের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে মার্কেটের বাইরে আগুন ছড়িয়ে পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা।
এদিকে বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর মঞ্জুশ্রী পাল। আসেন পাশের ওয়ার্ডের কাউন্সিলর নান্টু পালও। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, বিধান মার্কেটের তুলাপল্লি কার্যত জতুগৃহে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই মার্কেটটি সংস্কারের দাবি উঠলেও, প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ।
দেখুন ভিডিও:
ভিডিও সৌজন্যে: শুভদীপ রায় নন্দী
[ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর সাহায্যে এগিয়ে এলেন সাংসদ অর্পিতা]
