shono
Advertisement
Buxar-Tatanagar express

বক্সার-টাটানগর এক্সপ্রেসের জেনারেল কামরায় আগুন! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

ট্রেনটিকে থামিয়ে, যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
Published By: Subhankar PatraPosted: 04:52 PM Mar 05, 2025Updated: 05:39 PM Mar 05, 2025

সুব্রত বিশ্বাস ও সুমিত বিশ্বাস: ফের ট্রেনে আগুন আতঙ্ক! পুরুলিয়ায় ছররা এলাকায় টাটাগামী বক্সার-টাটানগর এক্সপ্রেসে আগুন। ট্রেনটির জেনারেল কামরার বাথরুমে আগুন লাগে। ট্রেনটিকে থামিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশন এলাাকায় দুর্ঘটনাটি ঘটে।  পুরুলিয়ার ছররা পেরিয়ে লেদাবেড়া এলাকায় ঝাড়খণ্ডের টাটানগরগামী ট্রেনের জেনারেল কামরার বাথরুমে কালো ধোঁয়া দেখতে পারেন যাত্রীরা। তাঁরা ট্রেনের চেন টেনে গাড়িটিকে থামান। ছুটে আসেন ট্রেনে থাকা রেলেরকর্মীরা। খবর দেওয়া হয় ছররা স্টেশনে। ছুটে আসেন রেলের আধিকারিকরা।

কামরা থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পাশ্ববর্তী কয়েকটি কামরাও খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। কামরায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কী করে ট্রেনের কামরায় আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।এক যাত্রী বলেন, "আমি স্লিপার কামরায় ছিলাম। শুনি ট্রেনে আগুন লেগেছে। জানতে পারি, শর্ট সাকিট থেকে আগুন ছড়িয়ে পড়ে।"

রেল সূত্রে আরও জানা গিয়েছে, আগুন গ্রাসের পড়া কামারটিকে বাদ দিয়ে ট্রেনটিকে রওনা করানো হয়েছে। দুর্ঘটনার জেরে ট্রেনটি ঘণ্টা দুয়েক দেরিতে চলছে। পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ বন্দ্যোরপাধ্যায় বলেন, "ঘটনার খবর পাওয়ার পর দমকল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুততার সঙ্গে কাজ করা হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।" বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচা গেলেও, এই ঘটনায় আরও একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ট্রেনে আগুন আতঙ্ক! পুরুলিয়ায় ছররা এলাকায় টাটাগামী বক্সার-টাটানগর এক্সপ্রেসে আগুন।
  • ট্রেনটির জেনারেল কামরার বাথরুমে আগুন লাগে।
  • ট্রেনটিকে থামিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement