shono
Advertisement

বৃষ্টি পড়তেই উঠছে ইলিশ, মন্দা কাটিয়ে সুদিনের আশায় দিঘার মৎস্যজীবীরা

বেশি মাছ ধরা পড়লে কমবে দাম, আশা ভোজনরসিকদের৷ The post বৃষ্টি পড়তেই উঠছে ইলিশ, মন্দা কাটিয়ে সুদিনের আশায় দিঘার মৎস্যজীবীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Jul 29, 2019Updated: 02:29 PM Jul 29, 2019

রঞ্জন মহাপাত্র, কাঁথি: অবশেষে দিঘায় দেখা মিলল ইলিশের৷ সংখ্যায় যথেষ্ট না হলেও মৎস্যজীবীদের জালে সমুদ্রের রুপোলি শস্য উঠতে শুরু করেছে৷ তাতেই খুশি মৎস্যজীবী, মাছ ব্যবসায়ী থেকে ইলিশ ভক্তকুল৷ শুক্র এবং শনিবার দিঘা মোহনায় ইলিশের এমন উপস্থিতির খবরে সাড়া পড়ে যায় এলাকায়৷

Advertisement

[আরও পড়ুন: কচুরিপানা ভরতি জলঙ্গির উপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত, পরিবেশ বাঁচাতে তৎপর নদিয়াবাসী]

সেই অর্থে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে৷ ধানের জমি প্রায় ফুটিফাটা৷ বৃষ্টির পথ ধরে যার আসার কথা, সেই ইলিশও সমুদ্রের কোথায় যেন গা-ঢাকা দিয়েছে৷ বড় ইলিশ নাই বা পাওয়া গেল, খোকারাও বেপাত্তা৷ তবে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি পড়েছে এই উপকূলীয় এলাকায়৷ তাতেই ছোটাছুটি শুরু হয়েছে ইলিশপাড়ায়৷ ওঁত পেতে থাকা মৎস্যশিকারিদের মন থেকেও দুশ্চিন্তার মেঘ কিছুটা হলেও কাটতে শুরু করেছে৷

শুক্র ও শনিবার দিঘা মোহনার নিলাম বাজারে (অকশন মার্কেট) দেখা মিলল ইলিশের৷ বেশি বড় না হলেও পাঁচশো থেকে ছয়শো গ্রাম, কিছু পরিমাণ ছিল সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশও৷ বহর এবং ওজন অনুযায়ী ছয়শো থেকে হাজার টাকা দামে বিকিয়েছে এই রুপোলি শস্য৷ দিঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, “বৃষ্টি পড়লে ইলিশের দেখা পাওয়া যায়৷ সেটাই স্বাভাবিক ঘটনা৷ এবার কম বৃষ্টি পড়েছে বলে এখনও পর্যন্ত অল্প পরিমাণ ইলিশ মৎস্যজীবীদের জালে উঠেছে৷ আরও বৃষ্টি নামলে আশা করি ইলিশের খরা কাটবে৷”

[আরও পড়ুন: নকল চাল বিক্রির অভিযোগ, কেরল পুলিশের জালে বর্ধমানের চালকল মালিক]

তাঁর মতো ইলিশের খরা কাটার দিকে তাকিয়ে রয়েছে মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই৷ কারণ সারা বছর যাই হোক, বর্ষায় ইলিশ ধরা এবং তা বেচে রোজগার বাড়াতে সব মৎস্যজীবীই চান৷ সেই কথা মনে করিয়ে সুদিনের আশায় দিন গুনছেন অনন্ত মাজির মতো অনেকেই৷ অনন্তবাবুরা সমুদ্র থেকে ইতিমধ্যে দেড় টন ইলিশ তুলতে পেরেছেন৷ বৃষ্টি পড়লে সেই পরিমাণ আরও বাড়বে বলেই আশাবাদী তিনি। বলেন, “বৃষ্টি যেই নেমেছে, সমুদ্রে ইলিশ উঠতে শুরু করেছে৷ বৃষ্টির মরশুম রয়েছে৷ আশা করি আরও বৃষ্টি পড়বে এবং আমরা আরও বেশি পরিমাণ ইলিশ পাব৷”

The post বৃষ্টি পড়তেই উঠছে ইলিশ, মন্দা কাটিয়ে সুদিনের আশায় দিঘার মৎস্যজীবীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement