shono
Advertisement

নিলামে উঠল ১০২ কেজির বাঘা আড় মাছ, দাম শুনে চোখ কপালে ক্রেতাদের

না কিনলেও বৃহৎ মাছের সঙ্গে সেলফি তুললেন কেউ কেউ৷ The post নিলামে উঠল ১০২ কেজির বাঘা আড় মাছ, দাম শুনে চোখ কপালে ক্রেতাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Jul 06, 2019Updated: 04:18 PM Jul 06, 2019

শান্তনু কর, জলপাইগুড়ি: ক্রিকেট বিশ্বকাপের লড়াইতে সেমিফাইনালে ভারত৷ আর বাঙালি আনন্দের সঙ্গে পেটপুজো করবেন না, তা তো হতে পারে না৷ তাই ভোজনরসিকদের জন্য প্রায় ১০২ কেজি ওজনের বাঘা আড় মাছের বন্দোবস্ত করেছেন জলপাইগুড়ির স্টেশন বাজারের এক মৎস্যজীবী৷ ৬০০টাকা কেজি দরে নিলামে বিশালাকার ওই মাছটি কিনেছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: নবদ্বীপে যুবক খুনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবি, পথ অবরোধ বিজেপির]

ভরা বর্ষায় তিস্তা বাঁধ জলে টইটুম্বুর। সকাল-দুপুর-রাত প্রায় সবসময়ই তিস্তা থেকে মাছ ধরার তোড়জোড় করছেন মৎস্যজীবীরা৷ শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো মিলন পল্লি এলাকায় তিস্তার জলে জাল ফেলেছিলেন একাধিক মৎস্যজীবী৷ কেউ বরোলি, কেউ ছোট মাছ ধরছিলেন। সকাল ১১ টা নাগাদ রুহিদাস নামে এক মৎস্যজীবী জাল তুলতে গিয়ে অবাক হয়ে যান৷ এত ভারী জাল যে তাঁর একার পক্ষে তোলা যেন অসম্ভব হয়ে পড়ে৷ অন্যান্যদের সহায়তায় ডাঙায় জাল তোলেন মৎস্যজীবীরা৷ দেখেন, একটি বিশালাকার আড় মাছ ধরা পড়েছে৷ ওজন প্রায় ১০২ কেজি৷ মাছটি যদিও বারবারই জাল ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তাঁরা৷ কিন্তু মৎস্যজীবীদের তৎপরতায় তা সম্ভব হয়নি৷ পাইকারি বিক্রেতাদের কাছে মাছটি বিক্রিও করে দেন রুহিদাস৷

[ আরও পড়ুন: পানীয় জল নেওয়া নিয়ে বিবাদ, প্রতিবেশীদের মারে মৃত্যু বৃদ্ধের]

শনিবার ওই মাছটিকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ শেষ পর্যন্ত ৬০০ টাকা কেজি দরে বিশালাকার মাছটি মৎস্যজীবীর কাছ থেকে কিনে নেন জলপাইগুড়ি স্টেশন বাজারের এক বিক্রেতা জ্যোতিষ দাস৷ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেছে৷ ওই আনন্দে পেটপুজোর জন্যই আগে থেকে মাছ কিনে রাখা বলে জানান ব্যবসায়ী৷

সপ্তাহান্তের বাজার সাধারণত মন্দাই যায়৷ শনিবার ব্যবসায়ীদের লক্ষ্মীলাভ কতটা হয়েছে, তা বলা মুশকিল৷ তবে বাঘা আড় মাছটি দেখতে ভিড় জমান বহু মানুষ৷ কেনার সামর্থ্য না থাকলেও মাছটিকে ছুঁয়ে দেখেন অনেকেই৷ আবার কেউ কেউ মুহূর্তকে স্মরণীয় করার জন্য ভরা বাজারে পকেট থেকে স্মার্টফোন বের করে বাঘা আড় মাছের সঙ্গে বেশ কয়েকটি সেলফিও তুলে নেন৷

দেখুন ভিডিও:

The post নিলামে উঠল ১০২ কেজির বাঘা আড় মাছ, দাম শুনে চোখ কপালে ক্রেতাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement