shono
Advertisement

বাড়িতে ঢুকে বেপরোয়া গুলি প্রতিবেশীদের, জখম একই পরিবারের ৫

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘটনায় গ্রেপ্তার ১। The post বাড়িতে ঢুকে বেপরোয়া গুলি প্রতিবেশীদের, জখম একই পরিবারের ৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 PM Oct 27, 2019Updated: 01:57 PM Oct 27, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাতের অন্ধকারে বাড়ির মধ্যে চলল বেপরোয়া গুলি। এই ঘটনায় জখম একই পরিবারের মোট পাঁচজন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। শনিবার রাতের এই ঘটনার পর থেকে আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের চক বলাই বাগ গ্রাম। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি বিবাদের জেরে গুলির চলার ঘটনায় লেগেছে রাজনীতির রং। অভিযোগ-পালটা অভিযোগে সরব তৃণমূল-বিজেপি উভয়পক্ষ।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের রাঘবপুরের চক বলাই বাগ গ্রামে হাজরা পরিবারের একটি জমি রয়েছে। আর তার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছে। শনিবার গভীর রাতে তা চরম আকার নেয়। অভিযোগ,  শনিবার গভীর রাতে স্থানীয় বাসিন্দা মৃন্ময়, মলয় এবং সাগর হাজরা  লোকজন নিয়ে নির্মল হাজরার পরিবারের উপর হামলা চালায়। পরিবারের সদস্যদের লক্ষ্য করে তারা গুলিও চালায়। গুলিবিদ্ধ হন শশাঙ্ক হাজরা, মৃগাঙ্ক হাজরা, তন্ময় হাজরা ও শুভময় হাজরা-সহ মোট পাঁচজন। প্রথম তাঁদের এম আর বাঙ্গুর হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে দু’জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

[আরও পড়ুন: ঝুলছে বাবা, মেঝেতে মায়ের দেহ! দম্পতির রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ সন্তান]

এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে। দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম ভাগের জেলা বিজেপি নেতা সুফল ঘাঁটু অভিযোগের সুরে বলেন, “আহতরা সকলেই বিজেপি সমর্থক। আগে পরিবারটি সিপিএমের সমর্থক ছিল। লোকসভা নির্বাচনের সময় তাঁরা বিজেপিকে সমর্থন করেছে। ওই এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রমোটার রাজ চালাচ্ছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে।”  যদিও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এই অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গ্রামের দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের জেরে এমন কাণ্ড ঘটেছে। কোনও ইস্যু না পেয়ে বিজেপি মিথ্যেই তৃণমূলকে দোষারোপ করছে। এটাই ওদের চরিত্র।”

এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।  পুলিশ সুপার এস সেলভা মুরুগান জানান, এই ঘটনায় মলয় হাজরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলির খোঁজে চলছে জোর তল্লাশি।

The post বাড়িতে ঢুকে বেপরোয়া গুলি প্রতিবেশীদের, জখম একই পরিবারের ৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement