shono
Advertisement

প্রেমের প্রস্তাব খারিজ হতেই ছাত্রীর গলার হার ছিনিয়ে চম্পট যুবকের

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ The post প্রেমের প্রস্তাব খারিজ হতেই ছাত্রীর গলার হার ছিনিয়ে চম্পট যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:18 PM Aug 25, 2018Updated: 04:48 PM Aug 25, 2018

রাজা দাস, বালুরঘাট: প্রেমের প্রস্তাব খারিজ হতেই ছাত্রীর শ্লীলতাহানি ও গলার হার ছিনিয়ে অভিযোগ যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবককের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থানায় অভিযোগ দায়ের ছাত্রীর৷ প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অভিযুক্ত যুবক ছাত্রী ও তাঁর পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে বলে থানায় নালিশ নির্যাতিতা ছাত্রীর৷ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ৷

Advertisement

[আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১]

জানা গিয়েছে, বালুরঘাট থানার নামাডাঙ্গা ফরেস্ট এলাকার বসবাস ওই ছাত্রীর৷ অভিযোগ, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানি করে বালুরঘাট বদলপুরের বাসিন্দা সুমন পাল নামে এক কলেজ পড়ুয়া৷ থানায় ওই ছাত্রী জানান, বেশ কিছু দিন ধরেই অভিযুক্ত যুবক তাঁকে মোবাইলে নানা রকম প্রস্তাব দিত। এমনকি রাস্তাঘাটে তাঁকে উত্যক্ত করত৷ বিষয়টি ছাত্রী তাঁর পরিবারকে জানায়। তার বাবা, মা এনিয়ে ছেলেটিকে সতর্ক করেছিলেন।

[ভুটান থেকে সোনা পাচারের পর্দাফাঁস, ৬ কোটির বাট-সহ গ্রেপ্তার দুই ভাই]

কিন্তু, ছেলেটি সতর্ক হওয়া তো দূরের কথা, আরও বেশি করে তাঁকে উত্যক্ত করতে থাকে। শুক্রবার টিউশন থেকে বালুরঘাট আর্য্য সমিতির গলি দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় অভিযুক্ত সুমন তাঁকে হাত টেনে নিয়ে যায়। চিৎকার করতেই শ্লীলতাহানি করে চম্পট দেয় অভিযুক্ত যুবক৷ পাশাপাশি তাঁর গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেয় সুমন৷ এই ঘটনায় ছাত্রী ও তাঁর পরিবার আতঙ্কিত হয়ে পড়েন৷ অবশেষে শনিবার বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার৷ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত৷

[পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, মৃত এক]

The post প্রেমের প্রস্তাব খারিজ হতেই ছাত্রীর গলার হার ছিনিয়ে চম্পট যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement