shono
Advertisement

‘গোর্খাল্যান্ড কখনওই আমাদের ইস্যু ছিল না’, দিলীপ ঘোষের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

‘যাঁদের দলে নেওয়া হয়েছে, তাঁরা দলে থাকবে’, বিক্ষুব্ধদের বার্তা রাজ্য বিজেপি সভাপতির৷ The post ‘গোর্খাল্যান্ড কখনওই আমাদের ইস্যু ছিল না’, দিলীপ ঘোষের মন্তব্যে তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Jul 14, 2019Updated: 06:01 PM Jul 14, 2019

অরূপ বসাক, মালবাজার: ‘‘গোর্খাল্যান্ড কখনওই আমাদের ইস্যু ছিল না৷’’ রবিবার নাগরাকাটার দলীয় সভায় এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যাকে ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ এই মন্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহাল মহল৷ অনেকেই বলছেন, পাহাড়ে উত্তেজনার সময়ই হোক বা কোনও নির্বাচন, একাধিকবার গোর্খাল্যান্ড ইস্যুতে সওয়াল করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে৷ তবে এখন কেন রাজ্য বিজেপি সভাপতি এই কথা বলছেন, সেই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা৷

Advertisement

[ আরও পড়ুন: নদীতে আটকে ১৪ দিনের শাবক-সহ হাতির দল, প্লাবিত উত্তরবঙ্গে সংকটে বন্যপ্রাণ ]

এখানেই শেষ নয়, এদিনের সভায় আরও একবার বিক্ষুব্ধদের কড়া বার্তা দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ৷ সাফ জানান, ‘‘যাঁদের দলে নেওয়া হয়েছে, তাঁরা দলেই থাকবেন৷ এটাই দলের নিয়ম। যাঁরা দলের নিয়ম মানবে না, তাঁরা দল ছেড়ে যাক৷’’ এদিন রাজ্য সভাপতির মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তাঁদের মতে, নির্বাচনের পর থেকেই এ রাজ্যে দলে দলে সিপিএম ও তৃণমূল কর্মীরা গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে এবং তাতে গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিচ্ছে বঙ্গ বিজেপিতে৷ শাসকদলের মতোই বিজেপিতেও প্রকট হচ্ছে আদি ও নবীনের লড়াই৷ এই প্রবণতা যে দলের পক্ষে ক্ষতিকর তা, ভাল করেই জানেন রাজ্য বিজেপি সভাপতি৷ সেজন্যই তাঁর এই কড়া বার্তা৷ এমনকী এদিন আবারও এনআরসির পক্ষে সওয়াল করেন দিলীপ৷ স্পষ্ট জানান, ক্ষমতায় এলেই রাজ্যে এনআরসি প্রয়োগ করবে বিজেপি৷

এদিনের সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বারলা, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি দেবাশীষ চক্রবর্তী ও বিজেপির নাগরাকাটার দুই মণ্ডল সভাপতি মনোজ ভুজেল ও নিরঞ্জন সরকার৷ সভায় প্রায় বিভিন্ন দল থেকে প্রায় ৩০০ কর্মী যোগ দেন বিজেপিতে৷

[ আরও পড়ুন: ১০ টাকা না অন্য কোনও কারণ? বন্ধুকে হাতুড়ি মেরে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন ]

The post ‘গোর্খাল্যান্ড কখনওই আমাদের ইস্যু ছিল না’, দিলীপ ঘোষের মন্তব্যে তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement