সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহার্ঘ্য পিঁয়াজ। এদিকে বিয়ের মরশুম। বাঙালি ‘ব্যাপার বাড়ি’ মানেই তো কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। তা পিঁয়াজের দাম যখন অগ্নিমূল্য, তখন বিয়েবাড়ি তো আর থেমে থাকবে না। অতিথিদের খাওয়ানোর খরচও গিয়েছে বেড়ে। অতঃপর দাম বেড়ে যাওয়াতে বাঙালির হেঁশেল বর্তমানে ঝাঁজহীন। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতেই নববিবাহিত দম্পতির হাতে মহার্ঘ্য পিঁয়াজ তুলে দিলেন পাত্রের বন্ধুরা।
নববধূর হাতে পিঁয়াজ তুলে দেওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে যে ভিডিও আপাতত ভাইরাল। সেখান থেকেই জানা গিয়েছে ওই কনের নাম শ্রাবণী। কিন্তু তাঁরা কোথাকার বাসিন্দা এখনও জানা যায়নি। যদিও বিয়েতে পিঁযাজ উপহার দেওয়াটা এখন প্রায় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যে ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই। বাংলাদেশেও পিঁয়াজের দাম মাত্রাছাড়া হওয়ার পর কুমিল্লার এক বাসিন্দা বন্ধুর বিয়েতে উপহার হিসেবে দিয়েছিলেন কয়েক কেজি পিঁয়াজ। এরপর দিন কয়েক আগে বর্ধমানের রাজগঞ্জেও। সঙ্গীতা কুণ্ডু এবং শুভম রায় নামে এক দম্পতির বিয়েতে এই মজার ঘটনার সাক্ষী ছিলেন আমন্ত্রিত অতিথিদের সকলেই৷ গায়ে হলুদ অনুষ্ঠানের পরেই উপহার হিসেবে পাত্রীর হাতে ৩০ কেজি পিঁয়াজ তুলে দিয়েছিলেন তাঁর বান্ধবীরা৷ এবার সেরকমই ঘটনা ঘটল রাজ্যের অন্যান্য জায়গাতেও।
[আরও পড়ুন: সোনার হার না পেয়ে ভিডিও কলে আত্মহত্যার প্ররোচনা প্রেমিকার, আত্মঘাতী যুবক ]
বন্ধুর বিয়ে বলে কথা। তাই যা তা উপহার তো দেওয়া যাবে না। অনেক ভেবেচিন্তে বন্ধুবান্ধবরা ঠিক করেন তাঁরা বন্ধু এবং তাঁর স্ত্রীকে বউভাতে পিঁয়াজ উপহার দেবেন। সেই মতো সুন্দর করে প্যাকেটে পিঁয়াজ ভরে নববধূর হাতে সেই উপহার তুলে দেন এক যুবক। উপহার দেখে রীতিমতো অবাক হয়ে যান নববধূ এবং উপস্থিত সকলে। অগ্নিমূল্য পিঁয়াজ হাতে নিয়ে বেশ আনন্দিত হয়েছেন সেই কনে। সংসার বাঁধার শুরুতেই যে এমন উপহারও দিতে পারেন স্বামীর বন্ধুরা, তা যেন আশাই করেননি তিনি। অগ্নিমূল্যের বাজারে পিঁয়াজ যে বেশ সময়পযোগী উপহার, তাই বলছেন নেটিজেনরা।
[আরও পড়ুন: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, কর্মীকে রাস্তায় ফেলে চলল লাথি-ঘুসি]
The post ঝাঁজহীন হেঁশেল, বউভাতে নববধূকে মহার্ঘ্য পিঁয়াজ উপহার দিল স্বামীর বন্ধুরা appeared first on Sangbad Pratidin.
