shono
Advertisement

এটিএম থেকে মিলল বাড়তি ১০ হাজার, ব্যাংকে ফেরত দিয়ে নজির দুর্গাপুরের যুবকের

তাঁর সততায় মুগ্ধ ব্যাংক কর্তৃপক্ষ। The post এটিএম থেকে মিলল বাড়তি ১০ হাজার, ব্যাংকে ফেরত দিয়ে নজির দুর্গাপুরের যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 PM Aug 07, 2019Updated: 09:12 PM Aug 07, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন।  কিন্তু স্রেফ নিজের অ্যাকাউন্টের টাকাই নয়, ওই এটিএম থেকেই বাড়তি দশ হাজার টাকা পেয়েছিলেন। চাইলে ওই টাকা নিজের কাছে রেখে দিতেই পারতেন। কিন্তু তা করেননি, বরং অন্যের টাকা ব্যাংকে জমা দিয়ে সততার নজির গড়লেন দুর্গাপুরের এক যুবক।

Advertisement

[আরও পড়ুন: সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু মহিলার, প্রশিক্ষকের উপস্থিতি নিয়ে প্রশ্ন]

দুর্গাপুর শহরের ৩৮ নম্বর ওয়ার্ডের রাতুরিয়া হাউসিং কলোনিতে থাকেন পূর্ণেন্দু চক্রবর্তী। একটি বেসরকারি সংস্থার চাকরি করেন তিনি। গত শুক্রবার শহরের দুর্গাপুর কেমিক্যালস এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন পূর্ণেন্দু। ওই যুবকের দাবি, কাউন্টারে ঢুকেই তাঁর নজরে পড়ে, এটিএমের যে অংশ দিয়ে টাকা বেরোয়, সেখানে বেশ কয়েকটি পাঁচশো টাকার নোট আটকে আছে!  কৌতুহলবশত টাকাগুলি গুনেও দেখেছিলেন পূর্ণেন্দু। কত টাকা ছিল? কড়কড়ে দশ হাজার টাকা। ওই টাকা যদি নিজের রেখেও দিতেন পূর্ণেন্দু কিংবা ঘটনাটি চেপে যেতেন, তাহলে কেউ কিছু জানতেও পারত না। কিন্তু তা না করে ঘটনার দিনেই সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ার বিভাগে মেল করে ঘটনাটি জানান দুর্গাপুরের ওই যুবক।  তাদের পরামর্শ মেনে ব্যাংকের দুর্গাপুর কেমিক্যালস শাখায় যোগাযোগ করেন। বুধবার সকালে ব্রাঞ্চ ম্যানেজারের হাতে দশ হাজার টাকা তুলে দিলেন পূর্ণেন্দু চক্রবর্তী। 

বেসরকারি সংস্থায় চাকুরে ওই যুবকের সাফ কথা,  ‘এটা অন্য কারওর টাকা। নিজের জরুরি প্রয়োজনেই সে এই টাকা তোলার চেষ্টা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত টাকা সে পায়নি। তাই যার টাকা তার কাছে তা পৌঁছে দিতেই ব্যাংকের হাতে তুলে দিলাম।’  আর ব্যাংক ম্যানেজার কৌশল কিশোর মিশ্র জানান, “এই রকম সচেতনতা ও সততা যত বেশি বাড়বে দেশ তথা সমাজ গঠনে তা আদর্শ হবে।”

ছবি: উদয়ন গুহরায়

[আরও পড়ুন: রাখির বাজারেও রাজনৈতিক লড়াই, ‘দিদি’কে পিছনে ফেলে হিট ‘মোদি’ ]

 

The post এটিএম থেকে মিলল বাড়তি ১০ হাজার, ব্যাংকে ফেরত দিয়ে নজির দুর্গাপুরের যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement