দিব্যেন্দু মজুমদার, হুগলি: করোনার জেরে লকডাউন চলছে। আর এই লকডাউনের জেরে বহু জায়গায় কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই কর্মহীন হয়ে গিয়েছেন। রোগ সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব স্থাপন করা হচ্ছে ঠিকই, তবে মানবিকতা হারায়নি। তাই করোনার কাছে হার মানতে নারাজ বৃহন্নলা পাখি সাউ। করোনাকে পরাজিত করে মানুষের জয়কে নিশ্চিত করতে বৃহন্নলা পাখি সাউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ১ হাজার টাকা দান করলেন।
হুগলির সিঙ্গুরের জলাগাটার বাসিন্দা পাখি সাউ। লোকের বাড়ি শিশুর জন্ম হলে সেই শিশুকে নাচিয়ে অর্থ উপার্জনই তাঁর পেশা। তবে শিশুদের নাচিয়ে তাঁরা সবসময়ই শিশুটির ও তাঁর পরিবারের মঙ্গল কামনা করেন। তবে আজও সমাজের কাছে তাঁরা ব্রাত্য। আজকের দিনেও তাঁদের অনেক সময় কটূক্তি করেন কেউ কেউ। সিঙ্গুরের পাখি সাউ এরকমই একজন মানুষ।
[আরও পড়ুন: নিঃশব্দে শরীরে করোনার থাবা! ভাবাচ্ছে কালিম্পংয়ে আক্রান্ত মহিলার রিপোর্ট]
তবে বিপদে আপদে বরাবরই এলাকার মানুষের পাশে দাঁড়ান পাখি। সারা পৃথিবীজুড়ে সকলেই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। লকডাউনের মধ্য দিয়ে এই ভাইরাসের মোকাবিলা করার চেষ্টা চলছে। ঠিক সেই সময় পাখি সাউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ১ হাজার টাকার চেক জমা করলেন। শনিবার সিঙ্গুর অ্যাক্সিস ব্যাংকের ম্যানেজারের হাতে পাখি সাউ লক্ষাধিক টাকার চেক জমা করেন। তিনি জানান, গরিব মানুষদের জন্য যাতে এই টাকা ব্যয় করা হয় তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই ক্ষুদ্র অনুদান। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তাঁর আবেদন করোনা ভাইরাসের মোকাবিলায় সকলের এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে সাহায্য করুন।
The post করোনা যুদ্ধে শামিল বৃহন্নলা পাখি, মুখ্যমন্ত্রীর তহবিলে ১ লক্ষ ১ হাজার টাকা সাহায্য appeared first on Sangbad Pratidin.
