রাজা দাস, দক্ষিণ দিনাজপুর: থানায় ঢুকে এক যুবককে বেদম পিটিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। জেলাশাসকের পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল প্রশাসন। ঘটনার মাস ছয়েক বাদে ফের জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদে ফিরলেন আইএএস অফিসার নিখিল নির্মল। এবার দক্ষিণ দিনাজপুরের নতুন জেলাশাসক হতে চলেছেন তিনি। নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
[আরও পড়ুন: আস্থা ভোটে হারের বদলা নিলেন অর্জুন, ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি]
তখন তিনি আলিপুরদুয়ারের জেলাশাসক। চলতি বছরের জানুয়ারিতে থানায় ঢুকে এক যুবককে পিটিয়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন ২০১১ ব্যাচের আইএএস অফিসার নিখিল নির্মল। জানা যায়, ফেসবুকে আলিপুরদুয়ারের তখনকার জেলাশাসকের স্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন ফালাকাটার যুবক বিনোদ সরকার। তাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। এরপরই সস্ত্রীক থানায় ঢুকে বিনোদকে মারধর করেন জেলাশাসক নিখিল নির্মল। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত জেলাশাসককে প্রথমে দশদিনের ছুটি পাঠিয়েছিল জেলা প্রশাসন। শেষপর্যন্ত আলিপুরদুয়ারের জেলাশাসকের পদ থেকে নিখিল নির্মলকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে লোকসভা ভোট মিটতেই রাজ্য পুলিশ ও প্রশাসনের রদবদল ঘটেছে। বদলি করা দেওয়া হয়েছে বেশ কয়েকজন জেলাশাসককেও। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হচ্ছে দীপাপ প্রিয়া পি। তিনি এখন দক্ষিণ দিনাজপুর দায়িত্বে। সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দীপাপ প্রিয়া পি বদলের দক্ষিণ দিনাজপুরের নতুন জেলাশাসক হচ্ছেন নিখিল নির্মল। দু’একদিনের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: সাইকেলে চাপার শখ! আরোহীকে নাকানিচোবানি খাওয়াল হনুমান, দেখুন ভিডিও
The post থানায় গিয়ে যুবক পিটিয়েছিলেন, জেলাশাসক পদে বহাল সেই নিখিল নির্মলই appeared first on Sangbad Pratidin.
