নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসে দেশের স্বাধীনতার লড়াইয়ের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের মর্মরমূর্তিতে শ্রদ্ধা জানাতে বেমালুম ভুলে গেলেন শহরবাসী৷ উল্টে ধুলো আর ময়লায় ঢাকা পড়ে রইল তাঁদের মূর্তিগুলি৷ রায়গঞ্জ পুর এলাকায় অন্তত পনেরোটি পয়েন্টে পনেরোজন স্বাধীনতা সংগ্রামীর মূর্তি রয়েছে৷ কিন্তু ৭০তম স্বাধীনতা দিবসে সকলের অলক্ষ্যে রয়ে গেলেন ইংরেজদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেওয়া প্রয়াত ওই স্বাধীনতা সংগ্রামীরা৷ তাঁদের মূর্তিতে একটি মালা পর্যন্ত দিতে পারল না পুরসভা৷
অথচ গত বছরও রায়গঞ্জ পুরসভার তরফে পাথরের মূতিগুলো জল দিয়ে পরিষ্কার করা হয়েছিল৷ সন্ধ্যায় আলোকমালায় ঝলমলিয়ে উঠত সেখানে৷ এবার রায়গঞ্জ শহরের কসবা-দেবীনগর থেকে শুরু করে দেহশ্রী মোড় কিংবা অশোকপল্লির মোড়ে প্রতিষ্ঠিত স্বাধীনতার প্রধান কারিগরদের অবয়বগুলো নজরের বাইরে থেকে গেল৷ কেউ বরণীয়দের সম্মানে এগিয়ে এলেন না৷ কংগ্রেসের বোর্ডের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ওই পুরসভার প্রশাসক রায়গঞ্জ মহকুমা শাসক থেন্ডুপ নামগেল শেরপা৷ তিনি অবশ্য বলেন, “যথাযোগ্য মর্যদার সঙ্গে ৭০তম স্বাধীনতা দিবস পালন করা হয়েছে৷” তবে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মালা না দেওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি৷ বিধায়ক তথা সদ্য বিদায়ী চেয়ারম্যান কংগ্রেসের মোহিত সেনগুপ্ত বলেন, “আমি যতদিন পুরপ্রধান ছিলাম ততদিন যে কোনও অনুষ্ঠানে শহরে থাকা সব স্বাধীনতা সংগ্রামীদের মর্মর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করা হত৷”
The post লজ্জা! স্বাধীনতা দিবসে একটিও মালা পেলেন না সংগ্রামীরা! appeared first on Sangbad Pratidin.
