সঞ্জিত ঘোষ, নদিয়া: পুলিশ সেজে চলন্ত ট্রেনে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা। ঘটনাটি ঘটে রানাঘাট গেদে শাখায়। আর ঘটনার তদন্তে নেমে বিরাট প্রতারণা চক্রের হদিশ পেল জিআরপি। দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের হোম গার্ড পরিচয়ে ব্য়বসায়ীদের কাছ থেকে টাকা হাতাতেন অভিযুক্ত। এবার অভিযোগের ভিত্তিতে জিআরপির জালে অভিযুক্ত যুবক।
অভিযোগ, গেদে স্টেশনে ঢোকার আগে অভিযুক্ত যুবক ব্যবসায়ীকে ধাক্কা মারে। ট্রেন থেকে পড়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ব্যবসায়ী কর্ণ নাথ বাংলাদেশ-ভারত সীমান্তে রেজিস্ট্রেশন প্রাপ্ত টাকা ভাঙানোর ব্যবসা করেন। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন রানাঘাট জিআরপির কাছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হিমাদ্রি মণ্ডল নামে এক যুবককে মাজদিয়া থেকে গ্রেপ্তার করে রানাঘাট জিআরপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। তাঁর টিআই প্যারেড চেয়ে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[আরও পড়ুন: INDIA জোট নিয়ে নিচুস্তরের কর্মীদের বিভ্রান্তি কাটাতে পার্টি লাইনের ব্যাখ্যা দিল সিপিএম]
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যাক্তি কলকাতা পুলিশের প্রাক্তন হোম গার্ড বলে পরিচয় দিয়েছিলেন। ২০১৯ সালে চাকরি ছেড়ে দেন বলেও জানা গিয়েছে। এরপর রানাঘাট-শিয়ালদহ এবং গেদে শাখায় বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা নিতেন বলে অভিযোগ উঠেছে। এবার টাকার ব্যাগ ছিনতাই করতে গিয়ে ব্য়বসায়ীতে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ট্রেনের নিরাপত্ত জোরদার করার দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা।
